হুবহু আলিয়ার মতো চলন-বলন, ভাইরাল ট্রোল ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: অভিনেত্রী আলিয়া ভাটকে (alia bhatt) নিয়ে সোশ‍্যাল মিডিয়ায় হাসি মশকরা, ট্রোল (troll) নতুন নয়। বিশেষ করে সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর থেকে তা আরো তুঙ্গে ওঠে। করন জোহরের টক শো ‘কফি উইথ করন’ এ আলিয়ার পুরনো এপিসোড গুলি নতুন করে ভাইরাল (viral) হতে থাকে। শুধু তাই নয়, অভিনেত্রীর পুরনো সাক্ষাৎকারের ভিডিও, এমনকি তাঁকে ট্রোল করে বানানো ভিডিও তুমুল ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়।

এই ট্রোল ভিডিও গুলির মধ‍্যে কয়েকটি ভিডিও খুবই ভাইরাল হয়েছিল। তার মধ‍্যে এক ব‍্যক্তির আলিয়ার মিমিক্রি করে তৈরি ভিডিও চূড়ান্ত জনপ্রিয় হয়। বিভিন্ন সাক্ষাৎকার, অনুষ্ঠানে আলিয়ার সাজ পোশাক নকল করে হুবহু তাঁর মতো করেই কথা বলেন ওই ব‍্যক্তি।


সম্প্রতি তাঁর আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। এক প্রেস কনফারেন্সে আলিয়ার ভিডিও নকল করে ভিডিও বানান তিনিও। অন‍্য গুলির মতো এই ভিডিওটিও তুমুল ভাইরাল হয়েছে। হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা। আবার অনেকে আলিয়ার পক্ষ টেনেও কথা বলেছেন।

প্রসঙ্গত, এই মুহূর্তে পরিচালক এস এস রাজামৌলির ‘RRR’ ছবির শুটিং শুরুর তোড়জোড় করছেন আলিয়া। রণবীর কাপুরের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংও শেষ হয়ে গিয়েছে‌ তাঁর। এরপর করন জোহরের ‘তখত’ ছবিতেও অভিনয় করবেন তিনি। শেষ বার বাবা মহেশ ভাটের পরিচালনায় ‘সড়ক ২’ ছবিতে দেখা যাবে তাঁকে।

 

View this post on Instagram

 

A post shared by ALIA🦋 (@aliabhatt.holicx) on

X