আদালতের নির্দেশে চাকরি বাতিল হতেই হঠাৎ মৃত্যু এক যুবকের! ঘর থেকেই মিলল দেহ

বাংলাহান্ট ডেস্ক : স্কুলের নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় তোলপাড় রাজ্য-রাজনীতি। কলকাতা হাইকোর্টের (Highcourt) নির্দেশে চাকরি যাচ্ছে বহু অবৈধ চাকরিপ্রার্থীর। সম্প্রতি এক যুবকের কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়। চাকরি বাতিলের কিছুদিন পর ওই যুবকের মৃতদেহ উদ্ধার হল তারই ঘর থেকে। কিন্তু কিভাবে মৃত্যু হল এই যুবকের?

আত্মহত্যা নাকি অন্য কিছু, তা স্পষ্ট নয় এখনো। শিলিগুড়ির (Siliguri) দেশবন্ধু পাড়ায় এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘরের ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার। সূত্রের খবর, মৃত (Deadbody) এই যুবকের নাম দিলীপ বিশ্বাস। তার আসল বাড়ি জলপাইগুড়ি। শিলিগুড়িতে দিলীপ ১৪ বছর ধরে ভাড়ায় থাকতেন। দিলীপ প্রথমে কাজ করতেন এক ঠিকাদারের অধীনে।

এরপর একটি স্কুলে গ্রুপ ডি পদে চাকরি পান ২০১৮ সালে। এরপর থেকে স্বাভাবিক ছন্দেই তার জীবন অতিবাহিত হচ্ছিল। কিন্তু এরই মধ্যে শুরু হয় নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত। অবৈধভাবে নিয়োগের অভিযোগে চাকরি যায় বহু মানুষের। সেই চাকরি হারাদের মধ্যে অন্যতম একজন কোচবিহারের স্কুলে কর্মরত দিলীপ বিশ্বাস। দিলীপ বিশ্বাসের রহস্য মৃত্যু হয় সোমবার। তার দেহ উদ্ধার হয় শিলিগুড়ির ভাড়া বাড়ি থেকে।

Suicide

চাকরি চলে যাওয়ার পর হঠাৎ করে দিলিপের মৃত্যু প্রশ্ন জাগিয়েছে সবার মনে। যদিও দিলীপের এক সহকর্মী দাবি করেছেন, দিলীপ অসুস্থ হয়ে পড়েছিল রবিবার রাতে। দিলীপের ভাড়া বাড়ির মালিক জানিয়েছেন, কোনো অস্বাভাবিকতা তিনি দেখতে পাননি দিলীপের মধ্যে। তাই কি কারনে দিলীপের মৃত্যু হল তা নিয়ে সবার মনে উঠছে প্রশ্ন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর