রমজান মাসে বোরখা ছাড়া বাসে মহিলা! বেপর্দা নারীর সাথে যা করল কন্ডাক্টর, ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ইসলামের বিধিবিধানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ‘পর্দা’ শব্দটি। এবং এই নিয়ম লঙ্ঘনের ফল হয় অশান্তি এবং চিরস্থায়ী জাহান্নাম। অন্তত মুসলিম সম্প্রদায়ের মানুষজন তো এটাকেই বিশ্বাস করে থাকে। সম্প্রতি এই বিশ্বাস থেকেই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বোরখা (Burqa) না পরার কারণে বাস থেকেই নামিয়ে দেওয়া হল এক তরুণীকে‌।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, এক তরুণীকে বাস থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দিচ্ছে বাস চালক এবং বাসের কন্ডাক্টর। ঐ তরুণীর অপরাধ, তিনি বোরখা পরেননি। বাসের চালক এবং কন্ডাক্টর স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বোরখা ছাড়া এই বাসে ওঠা যাবেনা। এই নিয়ে ঘটনাস্থলে তৈরি হয় উত্তেজনা।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই দাবানলের মত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যা নিয়ে চর্চাও শুরু হয়েছে বিস্তর। কেবল মাত্র বোরখার কারণে কী একজনকে বাস থেকে নামিয়ে দেওয়া ঠিক? এই নিয়ে উচিত-অনুচিতের বিচারসভাও বসিয়েছেন নেটদুনিয়ার নাগরিকরা। একপক্ষ যেখানে বাস চালক এবং কন্ডাক্টরের সিদ্ধান্তকে সমর্থন করছেন, অপরপক্ষ সেখানে বলছে, এসব ধর্মীয় গোঁড়ামি ছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুন : ‘কে দিয়েছে জানিনা…’, কোটি কোটি টাকার নির্বাচনী বন্ড নিয়ে মুখে কুলুপ আঁটল TMC, JDU

 

উল্লেখ্য, বাংলা হান্টের পক্ষ থেকে ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি‌। তবে ভাষা ও ভিডিওটি দেখে এটি বাংলাদেশের (Bangladesh) ঘটনা বলে মনে করছে সকলে। ভিডিওর কমেন্ট বক্সে এক ইউজার লিখেছেন, ‘এই ধর্মীয় গোঁড়ামির কারণেই বাংলাদেশ এত পিছিয়ে।’ তো কেউ লিখেছেন, ‘অন্যান্য দেশ যেখানে উন্নতির শিখরে পৌঁছাচ্ছে, বাংলাদেশ সেখানে কেবল ধর্ম নিয়েই পড়ে আছে।’

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X