বাংলাহান্ট ডেস্কঃ আধার কার্ড (AADHAAR card) এই মুহুর্তে প্রত্যেক ভারতীয় নাগরিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি৷ আমাদের অনেকেরই যদিও এই কার্ড আপডেট করবার ব্যাপারে গড়িমসি আছে৷ আপনাদের জানিয়ে রাখি সময় মতো এই কার্ড আপডেট না করলে বিপদে পড়তে পারেন আপনি। জেনে নিন আধার কার্ডে ফোন নম্বর আপডেট করবার সব থেকে সহজ পদ্ধতি।
https://www.uidai.gov.in/ এ গিয়ে প্রথমেই আপনার নিকটবর্তী আধার কেন্দ্র খুঁজে বার করুন। ওয়েবসাইটে ‘My Aadhaar’ এ ঢুকে ‘Locate and Enrollment Center’ অপশনে ক্লিক করুন
এরপর এনরোলমেন্ট সেন্টারে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মে আপনাকে নতুন ফোন নম্বরটি দিতে হবে৷
এর পর বায়োমেট্রিক দিতে হবে গ্রাহককে৷ আধার কেন্দ্রে তরফ থেকে এর পর দেওয়া হবে একটি স্লিপ। যেখানে থাকবে update request number বা URN। এই update request number (URN) এর সাহায্যেই আপনি আপনার আপডেটের সমস্ত তথ্য পেতে পারেন।
প্রসঙ্গত, মোদি সরকার জানিয়েছে, আধার কার্ড নিয়ে যে কোনো প্রশ্ন বা সমস্যার সমাধানের জন্য @UIDAI ও @Aadhaar_Care কে প্রশ্ন করা যাবে। এ ছাড়াও, আধার আঞ্চলিক অফিসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলও প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে, এবং আঞ্চলিক অফিসগুলি আপনাকে উত্তরও দেবে। এছাড়াও আধার সংক্রান্ত যে কোনো অভিযোগ থাকলে তাও নথিভুক্ত করা যাবে এই টুইটার হ্যান্ডেলে।
এছাড়াও রয়েছে চ্যাটবোর্ড সুবিধা। চ্যাটবোর্ডে ব্যবহারকারী আধার সম্পর্কিত যে কোনও প্রশ্নের তাত্ক্ষণিক উত্তর পান। একটি চ্যাটবোট একটি সফ্টওয়্যার অ্যাপ্লিকেশন যা চ্যাট ইন্টারফেস হিসাবে কাজ করে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রশ্নের উত্তর দেয়।
প্রসঙ্গত, ইউআইডিএআই ১ জুন থেকে সারাদেশে আধার আপডেটের কাজ সরাসরি নিজেদের হাতে নিয়েছে৷ সারাদেশে আধার কার্ড ব্যাবহারকারীদের অবস্থান এবং বায়োমেট্রিক আপডেট করা হচ্ছে। 17,000 এরও বেশি আধার কেন্দ্র স্থাপন করা হয়েছে দেশজুড়ে।