মেকআপ করে গায়ের রঙ কালো করতে হল! ঝুলন গোস্বামীর ফটোশুট করে বিতর্কে জড়ালেন আহানা কুমরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেটে ঝুলন গোস্বামীর (jhulan goswami) অবদানের কথা কারোরই অজানা নয়। তাঁকে সম্মান জানাতে ফটোশুট করে বিতর্কে জড়ালেন অভিনেত্রী আহানা কুমরা (aahana kumra)। ঝুলনের মতো সেজে ফটোশুট করার জন‍্য গায়ের রঙ কালো করার কি দরকার ছিল? প্রশ্ন তুলেছেন নেটিজেনের একাংশ।

সম্প্রতি নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করেন আহানা। ছোট করে কাটা চুল, শ‍্যামবর্ণ গায়ের রঙ ও নীল জার্সিতে ক‍্যামেরাবন্দি হন তিনি। ঝুলনের ছবির সঙ্গে নিজের ছবির কোলাজ শেয়ার করেন আহানা। ফটোশুটে ঝুলনের অঙ্গভঙ্গি নকল করতে দেখা গিয়েছে তাঁকে।


প্রথমে অনেকেই ভেবেছিলেন ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করতে চলেছেন আহানা। কারণ এর আগে শোনা গিয়েছিল এমনি খবর। তবে বায়োপিকে অভিনয় করার কথা ছিল অনুষ্কা শর্মার। এমনকি ইডেন গার্ডেনসে অনুশীলন করতেও দেখা গিয়েছিল তাঁকে।

তবে এই ফটোশুট বায়োপিকের জন‍্য নয়। ঝুলনকে সম্মান জানানোর জন‍্যই এই ফটোশুট করেছেন বলে ক‍্যাপশনে লিখেছেন আহানা। তিনি লেখেন, ‘না আমি কোনো ছবির প্রচার করছি না। আমি যাকে সবথেকে বেশি পছন্দ করি তাঁর প্রতি শ্রদ্ধা। বিশেষ করে তাঁর সঙ্গে সময় কাটানোর পর, খেলার জন‍্য তাঁর লড়াই, জীবন কাহিনি শোনার পর।’

তিনি আরো লেখেন, ‘ঝুলন দি ভারতীয় মহিলা ক্রিকেট দলের সকলেরই প্রিয় একজন মানুষ। এই ফটো সিরিজ ওঁর প্রতি আমার শ্রদ্ধা এবং আশা করি অভিনেত্রী হিসাবে আমরা যেন সমস্ত বেড়াজাল ভেঙে আমাদের সেরাটা দেখাতে পারি।’

আর এই ফটোশুটেই আপত্তি জানিয়েছেন নেটজনতার একাংশ। ফটোশুটের জন‍্য আহানার গায়ের রঙ কালো কেন করা হল? সেক্ষেত্রে ঝুলনের গায়ের রঙের সঙ্গে মানানসই কোনো অভিনেত্রীকে কেন নেওয়া হল না ফটোশুটের জন‍্য? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

https://www.instagram.com/p/CMoJoyYpIW-/?igshid=1w8a5y2oqc6pr

পাশাপাশি এই ফটোশুট করে ঝুলনকে অপমান করা হয়েছে বলেও তোপ দেগেছে নেটিজেনদের একাংশ। তবে নেটিজেনদের কটাক্ষ সত্ত্বেও আহানার প্রশংসা করেছেন ঝুলন। এই ফটোশুট তাঁর বেশ ভাল লেগেছে বলেই জানিয়েছেন তিনি।

X