আইপিএলের ট্রফির লড়াই থেকে ছিটকে যাওয়া চার দলের সেরা একাদশ বানালেন আকাশ চোপড়া, সুযোগ নেই রোহিত, ভুবির

বাংলা হান্ট ডেস্কঃ আইপিএলের মহাযুদ্ধ প্রায় শেষের মুখে। ইতিমধ্যেই প্রথম কোয়ালিফায়ার জিতে নিয়ে গতকাল ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে ধোনির ইয়োলো আর্মি। এবার দ্বিতীয় স্থানের জন্য লড়াইয়ে নামবে দিল্লি, ব্যাঙ্গালোর এবং কলকাতা। তবে আইপিএলের শেষ চারে কোয়ালিফাই করতে না পারা চার দলও উপহার দিয়েছে বেশ কিছু দুর্দান্ত পারফরম্যান্স। মুম্বাই ইন্ডিয়ান্স তো ১৪ পয়েন্টে পৌঁছেও নেট রান রেটের কারনে শেষ চারে জায়গা করে নিতে পারেনি।

অন্যদিকে রাজস্থান, পাঞ্জাব এবং হায়দ্রাবাদও বেশ কিছু দুর্দান্ত ম্যাচ উপহার দিয়েছে। আইপিএলের শেষ চারে পৌঁছতে না পারা এই চার দল থেকে নিয়ে যদি একটি একাদশ তৈরি হত তবে কেমন হতো সেই একাদশ? ড্রিম টিম এখন সমর্থকদের মধ্যে ভীষণ জনপ্রিয়। তাই এবার তার ফ্যানেদের জন্য আইপিএল লীগ টেবিলের শেষ চার দলের মধ্য থেকে একটি একাদশ বেছে নিলেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। আসুন দেখে নেওয়া যাক নিজের দলে কাকে কাকে সুযোগ দিয়েছেন তিনি।

আকাশ তার দলের ওপেনার হিসেবে বেছে নিয়েছেন পাঞ্জাবের কে এল রাহুল এবং মায়াঙ্ক আগারওয়ালকে। দল প্লে অফসে কোয়ালিফাই করতে না পারলেও ১৪ ম্যাচে একদিকে যেমন রাহুল বানিয়েছেন ৬২৬ রান (ছটা হাফ সেঞ্চুরি), অন্যদিকে তেমনি ১২ ম্যাচে আগরওয়াল বানিয়েছেন ৪৪১ রান (চারটি হাফ সেঞ্চুরি)। নিজের দলে চোপড়া তিন নম্বরে খেলার সুযোগ দিয়েছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকে। ১৪ ম্যাচে এবারের আইপিএলে ৪৮৪ রান রয়েছে সঞ্জুর। দলে চার নম্বরে সুযোগ পেয়েছেন সূর্য কুমার যাদব। যদিও আকাশ নিজেই মেনে নিয়েছেন শেষের দিকে আইপিএল অতটা ভালো যায়নি সূর্যর জন্য। কিন্তু তাও ৩১৭ রান করেছেন তিনি, রয়েছে দুটি হাফ সেঞ্চুরিও। আর স্ট্রাইকরেটও যথেষ্ট ভাল হবার কারণেই তাকে দলে টেনেছেন আকাশ।

images 2021 10 11T111754.618

আকাশের দলে পাঁচ নম্বরে স্থান পেয়েছেন জস বাটলার, ছয় নম্বরে রয়েছেন কিরণ পোলার্ড, সাত নম্বরে জেসন হোল্ডার এবং আট নম্বরে রশিদ খান। তার আইপিএল দলে চার বিদেশী হলেন এরাই। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, এবারে এই চার দলের ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যানরা সেভাবে পারফর্ম করতে পারেননি। সেই কারণে হার্দিক পান্ডেয়া, ক্রুনাল পান্ডেয়াদেরও বাদ দিয়েছেন আকাশ। আকাশের দলের শেষ তিন বোলার হলেন রবি বিষ্ণোই, মোহাম্মদ শামি এবং জসপ্রীত বুমরাহ।

আকাশ চোপড়ার একাদশঃ কে এল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, সঞ্জু স্যামসন(উইকেট কিপার), সূর্য কুমার যাদব, জস বাটলার, কিরণ পোলার্ড, জেসন হোল্ডার, রশিদ খান, রবি বিষ্ণোই, মোহাম্মদ শামি এবং জসপ্রীত বুমরাহ

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর