লাদাখে শুটিং করতে গিয়ে আবর্জনা ছড়ানোর অভিযোগ, আমির খানকে তুলোধনা নেটনাগরিকের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আবারো বিতর্কে জড়ালেন অভিনেতা আমির খান (aamir khan)। তাঁর আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র (laal singh chaddha) শুটিং করতে গিয়ে লাদাখে ময়লা, আবর্জনা ছড়িয়ে এসেছেন বলে অভিযোগ উঠেছে নেটমাধ‍্যমে। আমির ও তাঁর টিম লাদাখে গিয়ে শুটিংয়ের সময় আবর্জন ছড়িয়েছেন বলে দাবি করেছেন এক টুইটার ব‍্যবহারকারী।

জিমগত লাদাখি নামে ওই জনৈক নেটিজেন একটি ভিডিও টুইট করে ক্ষোভ উগরে দিয়েছেন আমির ও তাঁর টিমের বিরুদ্ধে। ভিডিওতে দেখা যাচ্ছে, যত্রতত্র জলের ফাঁকা বোতল পড়ে রয়েছে। ভিডিওটি শেয়ার করে ওই ব‍্যক্তি লিখেছেন, ‘লাদাখের ওয়াখা গ্রামবাসীদের জন‍্য এই উপহার রেখে গিয়েছে বলিউড তারকা আমিরের আগামী ছবি লাল সিং চাড্ডা। সত‍্যমেব জয়তে তে পরিবেশ পরিস্কার রাখা নিয়ে আমির খুব বড় বড় কথা বলে কিন্তু নিজের ক্ষেত্রে এমন কাজ করে রাখেন।’


আমিরের লাল সিং চাড্ডার শুটিং স্থান যে এটাই তা নিয়ে দ্বিমত নেই, কারণ আমির নিজেই জানিয়েছিলেন এখানে শুক করছেন তাঁরা। তবে এক সংবাদ মাধ‍্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আমিরের টিম জঞ্জাল ফেলার অভিযোগকে অস্বীকার করেছে। তাদের দাবি ভাইরাল ওই ভিডিওটি পুরনো।

ভারত ও বিদেশের নানা স্থানে ঘুরে ঘুরে আগামী ছবির শুটিং করেছেন আমির। এসেছেন কলকাতাতেও। লকডাউনের জন‍্য মাঝে বেশ কিছুদিন শুটিং বন্ধ ছিল। তা উঠতেই নতুন উদ‍্যমে শুরু করেন কাজ। অতি সম্প্রতি লাদাখে গিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন‍্য। তিনি নতুন যোগ দিয়েছেন ছবির শুটিংয়ে।

লাদাখে আপাতত ছবির শেষ অংশের শুটিং করছেন তাঁরা। ছবিতে আমিরের সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাওকেও দেখা গিয়েছিল। মাত্র কিছুদিন আগেই দুজনে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে ছবিতে আমির ও কিরণকে বেশ হাসিমুখেই পোজ দিতে দেখা গিয়েছে।

সম্পর্কিত খবর

X