দ্বিতীয় বিয়ে ভাঙতেই বুড়িয়ে গেলেন! আমিরের নতুন লুক দেখে মশকরা নেটিজেনদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ছোট ছোট করে ছাঁটা চুল, গাল, থুতনি ভর্তি সাদা দাড়ি। এক নিমেষেই যেন অনেকটা বয়স বেড়ে গিয়েছে আমির খানের (aamir khan)। মঙ্গলবার বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ এর ছবি ভাইরাল হতেই অবাক নেটনাগরিকরা। এ কী চেহারা হয়েছে অভিনেতার! হঠাৎ করে এমন বুড়িয়ে গেলেন কীকরে সেটাই বুঝে উঠতে পারছেন না নেটপাড়ার বাসিন্দারা।

মঙ্গলবার মুম্বইয়ের রাস্তায় আমিরকে পেতেই ঝলসে ওঠে ক‍্যামেরার লেন্স। ক‍্যাজুয়াল টিশার্ট ও শর্টসে দেখা গিয়েছে এদিন তাঁকে। হাসিমুখে পাপারাৎজির সামনে পোজ দেন অভিনেতা। তারপর মাস্ক খুলতেই নজরে পড়ে তাঁর নতুন লুক। তখনি পাপারাৎজির থেকে এই নতুন স্টাইলের জন‍্য প্রশংসাও পান আমির।


কিন্তু নেটিজেনদের বক্তব‍্য, দ্বিতীয় বিয়ের বিচ্ছেদের পরেই এমন অবস্থা হয়েছে আমিরের। মাস কয়েক আগেই কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ ঘোষনা করেন অভিনেতা। তবে তাঁরা জানিয়েছিলেন একে অপরের ভাল বন্ধু হয়েই থাকবেন। সে প্রতিশ্রুতি রাখতেও দেখা গিয়েছে আমির কিরণকে।

গত মাসেই ‘লাল সিং চাড্ডা’র শুটিং শেষ করেছেন তিনি। জনপ্রিয় হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেক এটি। গোটা ছবি জুড়ে বিভিন্ন লুকে দেখা যাবে আমিরকে। দেশের নানান জায়গায় তো বটেই, এই ছবির শুটিংয়ের জন‍্য তুরস্কেও গিয়েছিলেন তিনি ছবিতে আমির ছাড়াও থাকছেন করিনা কাপুর খান, মোনা সিং এবং নাগা চৈতন‍্য। এটি নাগার প্রথম বলিউড ছবিও বটে।

https://www.instagram.com/tv/CVfx27AKdmT/?utm_medium=copy_link

অন্তঃসত্ত্বা অবস্থাতেই ছবির শুটিং সারেন করিনা। এ বিষয়ে আমির মজা করে বলেছিলেন, “গোটা বিশ্ব যখন করোনার মোকাবিলা করছিল, আমরাও করোনার মোকাবিলা করছিলাম। আর তার মধ‍্যেই ছবির নায়িকা করিনা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, আরো এক সমস‍্যা।” শেষমেষ সব সমস‍্যা মিটিয়ে আগামী বছর ভ‍্যালেন্টাইনস ডে তে মুক্তি পাওয়ার কথা লাল সিং চাড্ডার।

X