এক সপ্তাহেও দেখে উঠতে পারেননি ‘দ‍্য কাশ্মীর ফাইলস’! দক্ষিণী ছবির প্রচারে ব‍্যস্ত আমির খান

বাংলাহান্ট ডেস্ক: এক সপ্তাহের বেশি হয়ে গেল মুক্তি পেয়েছে ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। এই এক সপ্তাহে অনেক কিছুই ঘটে গিয়েছে। ছবি ১০০ কোটি টাকার ক্লাবে ঢুকেছে। রাজনৈতিক এবং বলিউডি ব‍্যক্তিত্বরা বক্তব‍্য রেখেছেন ছবি নিয়ে। কিন্তু মত বদলায়নি আমির খানের (Aamir Khan)। এক সপ্তাহ আগে তিনি যা বলেছিলেন এক সপ্তাহ পরেও সেটাই বললেন।

না, এখনো পর্যন্ত ছবিটি দেখে উঠতে পারেননি তিনি। দ‍্য দক্ষিণী ছবির প্রচারে গিয়ে তিনি জানালেন, সবার কাশ্মীর ফাইলস দেখা উচিত। দিল্লিতে এস এস রাজামৌলির ‘আর আর আর’ এর একটি প্রচার মূলক অনুষ্ঠানে দেখা মেলে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ এর।

1422769 aamir 1496120439 493 640x480 1
সেখানেও কাশ্মীর ফাইলস নিয়ে প্রশ্ন এড়াতে পারেননি আমির। তিনি বলেন, “এই ছবিটি সবার মন ছুঁয়ে গিয়েছে যারা মনুষ‍্যত্বে বিশ্বাস করে। আমি নিশ্চয়ই ছবিটি দেখব আর আমি খুশি যে ছবিটি এত সাফল‍্য পেয়েছে।”

আমির আরো বলেন, “কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা হয়েছিল সেটা সত‍্যিই খুব দুঃখজনক ঘটনা। ওই বিষয়ের উপরে এমন একটি ছবি তৈরি হয়েছে। এটা সমস্ত দেশবাসীর নিশ্চয়ই দেখা উচিত এবং মনে রাখা উচিত।”

উল্লেখ‍্য, সপ্তাহ খানেক আগে নিজের জন্মদিনে আমির প্রথম বার মতামত রেখেছিলেন দ‍্য কাশ্মীর ফাইলস নিয়ে। জন্মদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আমির। সেখানেই তাঁর কাছে প্রশ্ন রাখা হয় দ‍্য কাশ্মীর ফাইলস সম্পর্কে। আমির স্পষ্ট বলেছিলেন, এখনো ছবিটি দেখেননি তিনি। তবে তিনি শুনেছেন ছবিটি খুবই সফল হয়েছে। টিমকে শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি।

the kashmir files 518925
প্রসঙ্গত, দ‍্য কাশ্মীর ফাইলস নিয়ে বলিউডের এমন ‘লজ্জাজনক’ নিস্তব্ধতা নিয়ে মুখ খুলেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং অনুপম খের। বিবেক অগ্নিহোত্রীর স্পষ্ট বক্তব‍্য, এতে কিছুই যায় আসে না। দেশ বদলাচ্ছে। পুরনো জবরদস্তি চাপিয়ে দেওয়া নির্দেশগুলো এখন ভেঙে গুঁড়িয়ে পড়ছে। ছবিতেও সেটাই তুলে ধরা হয়েছে।

পরিচালক বলেন, “দ‍্য কাশ্মীর ফাইলস সত‍্যি ঘটনা তুলে ধরে। বাস্তবের মানুষ এবং তাদের করুণ পরিণতির কথা বলে। এটা বলিউডের ব‍্যাপারে নয়।” ছবিতে অনুপম খের একজন কাশ্মীরি পণ্ডিতের চরিত্রে অভিনয় করেছেন যার পরিবার প্রত‍্যক্ষ ভাবে ওই নির্মমতার শিকার ছিল। তাঁর কথাতেও একই সুর, “এটা বলিউডের ব‍্যাপারে নয়, বরং বাস্তব ঘটনার ব‍্যাপারে। কেউ কিছু বলল কী না বলল তাতে কিছুই যায় আসে না।”

Niranjana Nag

সম্পর্কিত খবর