একবারেই গোটা বোতল শেষ! নেশার ঘোরে কাকে কী বলতেন খেয়াল থাকত না আমিরের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নেশার কবলে পড়ে কেরিয়ার ধ্বংস হতে বসেছিল, বলিউডে এমন তারকার সংখ্যা নেহাত কম নয়। তালিকায় রয়েছে আমির খানের (Aamir Khan) নামও। হ্যাঁ, তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু একটা সময় এমন ছিল যখন নিজের জীবনের উপরে কোনো নিয়ন্ত্রণ ছিল না তাঁর। মদের নেশায় ব্যক্তিগত জীবনে ক্ষতির মুখে পড়তে হয়েছিল তাঁকে।

সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে খুল্লমখুল্লা আলোচনা করতে দেখা যায় আমিরকে। সেখানেই নিজের নেশার কথা জানান অভিনেতা। তিনি জানান, এমন অনেক নেশাখোর আছে যারা দু পেগেই সন্তুষ্ট।


কিন্তু আমির ওই তালিকায় কখনোই ছিলেন না। তিনি নিয়মিত মদ্যপান করতেন না ঠিকই। কিন্তু যখনি বসতেন একবারে একটা গোটা বোতল শেষ না করে উঠতেন না। এমন ভয়ঙ্কর নেশার মুক্তি পেলেন কীভাবে আমির? আর হঠাৎ নেশা ছাড়ার সিদ্ধান্ত নেওয়ারই বা কারণ কী?

অভিনেতা বলেন, “নেশার ঘোরে মানুষ এমন অনেক কিছু বলে বা করে ফেলে যার জন্য পরে আফশোস হয় যে এটা কীকরে বলে ফেললাম! এখনো পর্যন্ত বড় কিছু ঘটে যায়নি ঠিকই, কিন্তু নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় আমি হতাশ ছিলাম। আমার মনে হয় না আমি মদকে নিয়ন্ত্রণ করতে পারতাম। তাই শেষমেষ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই।”


সাক্ষাৎকারে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়েও মুখ খোলেন আমির। তিনি বলেন, “অনেক আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমরা নিজেদের সত‍্যিই একটা পরিবার বলে মনে করি। কিরণ জির মা বাবা, বোন, ভাই, আমার পরিবার আমরা সকলেই একটাই প‍রিবার। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে কিছু পরিবর্তন এসেছিল। বিয়ে নামক প্রতিষ্ঠানটাকে আমরা সম্মান করতে চাইছিলাম।”

সম্পর্কিত খবর

X