বাংলাহান্ট ডেস্ক: আরো এক তারকা সন্তান লঞ্চ করতে চলেছে বলিউড (bollywood)। তাও আবার যে কেউ নয়, খোদ বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান (aamir khan) পুত্র জুনেইদ খান (junaid khan)। তাঁর অভিষেকও হতে চলেছে রীতিমতো রাজকীয় ভঙ্গিতে। জানা গিয়েছে, যশরাজ ফিল্মসের (yash raj films) হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন জুনেইদ।
আগেই শোনা গিয়েছিল যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বেশ কয়েকটি ছবি তৈরি হতে চলেছে। তার মধ্যেই একটি ছবিতে অভিষেক করবেন জুনেইদ খান। ছবির নাম ‘মহারাজা’। ১৮৬২ সালে Maharaj Libel Case এর প্রেক্ষাপটেই তৈরি হবে এই ছবি। একজন সমাজকর্মী তথা সাংবাদিকের চরিত্রে জুনেইদ অভিনয় করতে চলেছেন বলে খবর।
আরো জানা গিয়েছে, জুনেইদের বিপরীতে অভিনয় করছেন সর্বতী ওয়াঘ। তিনি বান্টি অউর বাবলি ২ তেও অভিনয় করেছেন। তবে অপর একটি সূত্র বলছে অর্জুন রেড্ডি ছবির অভিনেত্রী শালিনী পাণ্ডেকে দেখা যাবে জুনেইদের নায়িকা হিসাবে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পি মালহোত্রা। আগামী বছর ফেব্রুয়ারিতে ছবির শুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনো জুনেইদ বা আমির খান কেউই মুখ খোলেননি।
প্রসঙ্গত, কিছুদিন আগে শোনা যাচ্ছিল, মালয়ালম হিট ছবি ইশক এর হিন্দি রিমেকে অভিনয় করতে চলেছেন তিনি। কিন্তু পরে জানা গিয়েছে, ছবির জন্য অডিশন দিয়েও সুযোগ পাননি জুনেইদ। জানা গিয়েছে, বাবা আমির খানের কোনো রকম সাহায্য ছাড়াই বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে দেখা করেছেন তিনি। একাধিক ছবির জন্য অডিশনও দিয়েছেন। গত তিন বছর ধরে থিয়েটারে অভিনয় করছেন জুনেইদ।
টেলিভিশন শো মাস্টার মাইন্ডস এ কাজ করেছেন আমির খান পুত্র। এমনকি পিকে ছবিতে পরিচালক রাজকুমার হিরানির সহ পরিচালক হিসাবেও কাজ করেছেন তিনি। আমেরিকান অ্যাকাডেমি অফ ড্রামা আর্ট থেকে থিয়েটার অভিনয় শেখেন জুনেইদ খান।
সন্তানদের বলিউডে ডেবিউ এর প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন আমির। তাঁর কথায়, “আমার সন্তানদের ডেবিউয়ের আগে গোটা প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যেতে হবে। অডিশন দিতে হবে। স্ক্রিন টেস্টে পাশ করতে হবে। অডিশন ছাড়া আমার হোম প্রোডাকশনেও তারা সুযোগ পাবে না। জুনেইদ ও ইরা বলিউডে প্রবেশ করতে ইচ্ছুক। কিন্তু তারা যদি যোগ্য না হয় তাহলে আমি সক্রিয় ভাবে কোনো সাহায্য করতে পারব না।”
উল্লেখ্য, আমিরের প্রথম স্ত্রী রীনা দত্তের সন্তান হলেন জুনেইদ ও ইরা। জুনেইদের বয়স এখন ২৩। অপরদিকে জানা যাচ্ছে, খুব তাড়াতাড়িই অভিনয়ে জগতে পা রাখতে চলেছেন আমির কন্যা ইরাও। তবে অন্যান্যদের মতো বড়পর্দায় নয়। তাঁর আকর্ষণ থিয়েটারের মঞ্চে। তাও আবার নিজে অভিনয় নয়, আমির কন্যা জানিয়েছেন পরিচালক হতে চান তিনি।