মমতার পরে নিজেকে রাজ্যের নেতা বলে দাবি! ফের বিস্ফোরক ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক

বাংলাহান্ট ডেস্ক : ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন। রীতিমতো হুঙ্কারের সুরে বৃহস্পতিবার আব্দুল করিম (Abdul Karim) বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আমি নেতা, আমি গোটা রাজ্যের সঙ্গে জড়িয়ে আছি, তাই তৃণমূল বহিষ্কার করলে অন্য দলে যাওয়ার প্রশ্নই নেই, অতীতে তৈরি নিজের দল নিয়েই লড়বো।”

ওয়াকিবহল মহল মনে করছে, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে ইসলামপুরের (Islampur) বিধায়কের (MLA) এই মন্তব্য রীতিমত শোরগোল ফেলবে চারদিকে। এরই সাথে আব্দুল করিমের তৈরি বাংলা বিকাশবাদী পার্টি নিয়েও এখন তুঙ্গে রাজনৈতিক চর্চা। রাজনৈতিক মতান্তরের ফলে গত এক মাস ধরে হাইকমান্ডের সাথে সম্পর্ক ভালো নেই আব্দুল করিমের।

গত ৮ ই মার্চ ইসলামপুর মহকুমা হাসপাতালে দাঁড়িয়ে আব্দুল করিম হুঁশিয়ারি দেন আগামী ৪৮ ঘন্টার মধ্যে তার দাবি পূরণ করা না হলে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। পরে অবশ্য নিজের মন্তব্য থেকে দূরে গিয়ে “বিদ্রোহী বিধায়ক” হিসেবে নিজেকে ঘোষণা করেন তিনি। রাজনৈতিক মহলের এখন প্রশ্ন, আব্দুল করিমের বিভিন্ন মন্তব্য তৃণমূলের হাইকমান্ড কেন সহ্য করছে?

সবার মনে প্রশ্ন তাহলে কি আব্দুল করিমের মন্তব্যকে কি গুরুত্ব দিচ্ছে না দল, নাকি চুপ থেকে ওই এলাকায় নিজেদের ভোট ব্যাংকের রাজনীতির ভারসাম্য রক্ষার চেষ্টা করছে তৃণমূল? আব্দুল করিম বলেছেন, বাংলা বিকাশবাদী পার্টি নামে একটি দল করেছিলাম আমি। কিন্তু আমাকে ফের মমতা টেনে নিয়েছিল। আমার নেত্রী হিসেবে মমতা ছিলেন কিন্তু এখন তিনি আমার দিকে চোখ বন্ধ করে নিয়েছেন।

abdul 2

এমন পরিস্থিতিতে কি তিনি অন্য দলে যোগদান করার কথা ভাবছেন? এর উত্তরে আব্দুল করিম বলেন, পশ্চিমবঙ্গে মমতার পর যদি সেই স্তরের কোনও নেতা থাকে সেটা আমি। আমি গোটা রাজ্যের সাথে জড়িত, তাই আলাদা করে কোনও দলে যাওয়ার প্রশ্নই নেই। দল যদি বহিষ্কার করে তাহলে আমি আমার নিজের তৈরি দল থেকেই লড়বো।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর