অনন্য প্রতিভার জয়জয়কার! বাংলার এই কিশোর বিজ্ঞানী আমন্ত্রিত দিল্লি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও

বাংলাহান্ট ডেস্ক : চুঁচুড়ার কিশোর বিজ্ঞানী অভিজ্ঞানকিশোর দাসকে দিল্লিতে এ বছরের প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হল। শুক্রবার ইমেইল মারফত অভিজ্ঞানকে আমন্ত্রণ পত্র পাঠায় কেন্দ্রের বাণিজ্য ও শিল্পমন্ত্রক। এই খবরে এখন খুশির হাওয়া চুঁচুড়ার নারকেল বাগানে। নিজের অসাধারণ প্রতিভা ও মেধার দক্ষতায় অভিজ্ঞান এইটুকু বয়সেই বেশ কিছু যন্ত্র আবিষ্কার করেছেন।

স্বীকৃতি হিসেবে এর আগে তাকে দেওয়া হয়েছিল  ‘জাতীয় মেধাসম্পদ পুরস্কার’। পড়াশোনার পাশাপাশি মৌলিক গবেষণা করছেন অভিজ্ঞান। প্রতিভার ফলস্বরূপ এবার ডাক এল দিল্লি থেকে। হুগলির এই কিশোর বিজ্ঞানীকে দিল্লির কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানানো হল।

আরোও পড়ুন : মকর সংক্রান্তিতে পাতে রাখুন এই ৫ খাবার! জীবনে আসবে সাফল্য, কেউ রুখতে পারবে না আপনাকে

ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ প্রধান অতিথি হিসেবে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁ (Emmanuel Macron) উপস্থিত থাকবেন দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। এই তাবড় দেশ প্রধানদের সাথে বসে অভিজ্ঞান প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠান দেখবেন আগামী ২৬ শে জানুয়ারি।

আরোও পড়ুন : বন্ধের মুখে বিনামূল্যের এই গুরুত্বপূর্ণ পরিষেবা! মাথায় হাত পড়তে চলেছে Jio, Airtel গ্রাহকদের

১৭ বছর বয়সী এই তরুণ বিজ্ঞানী হুগলি (Hooghly) কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। এত কম বয়সে অভিজ্ঞানের উদ্ভাবন শক্তি ও দক্ষতা নজর কেড়েছে দেশের বড় বড় বিজ্ঞানীদের। দিল্লির (Delhi) বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল  ‘জাতীয় মেধাসম্পদ পুরস্কার’ তুলে দিয়েছিলেন অভিজ্ঞানের হাতে।

করোনা মহামারীর সময় অভিজ্ঞান ‘টাচ ফ্রি পোর্টেবল অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজিং সিস্টেম’ আবিষ্কার করে তাক লাগিয়ে দেন। এই আবিষ্কারের প্রশংসা করে ভারত সরকারের নীতি আয়োগও। কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে পাওয়া আমন্ত্রণপত্রে লেখা হয়েছে,“আপনি ভারত সরকার স্বীকৃত একজন বিশিষ্ট মেধাস্বত্ব অধিকারী। ৭৫ তম দিবসের এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী হওয়ার জন্য আপনাকে বিশিষ্ট অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে।”

1675218859 boy

আমন্ত্রণপত্র পাওয়ার পর অভিজ্ঞান জানিয়েছেন,  “যে কোনও স্বীকৃতি পরবর্তী কাজের প্রেরণা যোগায়। ভারত সরকারের কাছ থেকে এই মহার্ঘ আমন্ত্রণ পেয়ে আমি গর্বিত। আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে গবেষণা করার ইচ্ছে আছে। আপাতত, আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছি।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর