‘বেইমানদের জন্য আমার মনে কোন সম্মান নেই’, সরাসরি শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ‘তোলাবাজ ভাইপো’র পাল্টা দিতে গিয়ে শুভেন্দু অধিকারীকে ‘তুই-তোকারি’ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সম্প্রতি তৃণমূলের ছত্রছায়া ত্যাগ করে বিজেপিতে গিয়ে নিজের পসার জমিয়ে নিয়েছেন শুভেন্দু অধিকারী (suvendu adhikary)। বহুবার সভা মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাবাজ ভাইপো’ বলে আক্রমণ করছেন। এবার তার পাল্টা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কাঁথিতে অধিকারীগড়ে সভা করতে গিয়ে বার বার মেজাজ হারিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনও বিরোধীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, তো আবার কখনও সরাসরি আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীকে।

শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, ‘বহুবার আমাকে তুই-তোকারি করেছে, ‘তোলাবাজ ভাইপো’ বলেছে, আমি কিন্তু পাল্টা তুই-তোকারি করিনি। তবে এখন বলছি- আমি বেইমানদের তুই বলে সম্বোধন করি। তাদের আমি মন থেকে কোন সম্মান করতে পারি না। আসলে যতই নিজেকে অকৃতদার বলে দাবি করিস না কেন, অকৃতজ্ঞ আসলে তুই’।

মঞ্চে দাঁড়িয়েই সুদীপ্ত সেনের একটি চিঠির কপি তুলে ধরে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শুভেন্দু টুক সিক্স ক্রোড় রুপি! দেখুন ৩৫ টা পদ নিয়ে একজন বসেছিল। তিনটে দফতরের মন্ত্রী একজনই, এতগুলি পারিষদ! অন্যরা কেন সুযোগ পায়নি। মানুষকে সহজে বোকা বানানো যাবে না’।

অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়ে বলেন, ‘মেদিনীপুরের না আসার জন্য আমাকে অনেক বার ধমকানোর চেষ্টা হয়েছে। বলেছিল- মেদিনীপুরে এলে আমকে দেখে নেবে। ভোটের আগে আবারও আসব এখানে। ধমকে-চমকে লাভ নেই আমাকে। শুনেছি এটা অধিকারীদের গড়! অধিকারী কিসের আবার! এটা মানুষের জেলা। হিম্মত থাকলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়ুক। এই মাঠে আজকে যা হয়েছে, তারা ভোট দিলেই যথেষ্ট। মাঠের থেকে রাস্তায় দ্বিগুণ লোক হয়েছে’।

সম্পর্কিত খবর

X