বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই ছাব্বিশের নির্বাচন। হাতে মাত্র একবছর সময়। এই সময়টা যে কোন রাজনৈতিক দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ভোটের ময়দানে সেই ‘প্রেস্টিজ ফাইট’-এর আগে এবার আরও একবার স্বমহিমায় ফিরলেন তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
অভিষেকের (Abhishek Banerjee) নাম হলুদ পতাকা কেন?
গত শনিবারের ভার্চুয়াল বৈঠক থেকেই তৃণমূল সেনাপতির (Abhishek Banerjee) ফুল ফর্মে ফেরার আভাস মিলেছিল। বিদেশ সফরে যাওয়ার আগে অভিষেকের কাঁধে ‘গুরু দায়িত্ব’ তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লন্ডন সফরে থাকাকালীন আগামী ২৩ মার্চ ভোটের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়ার সৈনিকরা। জানা যাচ্ছে,ছাব্বিশের ভোটের রণকৌশল তৈরিতে গাঙ্গুলিবাগান এলাকায় তৃণমূলের সোশ্যাল মিডিয়া সৈনিকদের তরফ থেকে একটি বৈঠক ডাকা হয়েছে। তার আগেই দক্ষিণ কলকাতা জুড়ে ছেয়ে গিয়েছে উজ্জ্বল হলুদ রঙের পতাকা। সেই পতাকায় কালো কালিতে লেখা হয়েছে,’অধিনায়ক অভিষেক’।
অভিষেকের (Abhishek Banerjee) নামে এই হলুদ পতাকা দেখে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে। বিষয়টা ঠিক কি? এপ্রসঙ্গে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য সংবাদমাধ্যমে জানিয়েছেন,’সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সমর্থক গ্রুপগুলির মধ্যে অন্যতম ফ্যাম। ওদেরই সংগঠনেরই একটি শাখা অধিনায়ক অভিষেক। তাই এই পতাকা।’
আরও পড়ুন: মিলবে ফিরহাদের ভবিষ্যদ্বাণী! তৃণমূলে যাচ্ছেন এই BJP বিধায়ক? এবার নিজেই জানালেন ‘সত্যিটা’
প্রসঙ্গত, বেশ কয়েক মাস আগে নবীন-প্রবীণ দ্বন্দ্বের জেরে তৃণমূলের দুই হাইকমান্ডের মতবিরোধ নিয়ে দলের অন্দরে তৈরী হয়েছিল ব্যাপক জল্পনা। একাংশের দাবি ছিল স্বয়ং মুখ্যমন্ত্রীর সাথে ফাটল ধরতে শুরু করেছিল অভিষেকের সম্পর্ক। যদিও সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন অভিষেক-মমতা দুজনেই। কোনো জল্পনায় কান না দিয়ে আপাতত ভোটের ময়দানে সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন দলের দুই মাথা।
খোদ মুখ্যমন্ত্রী নিজেই বুঝিয়ে দিয়েছেন দলের ‘সেকেন্ড ইন কমান্ড’ আসলে কে! তাই তো আগামীকাল থেকে পরবর্তী ৭ দিন লন্ডন সফরে যাওয়ার আগে দলের রাশ ‘যৌথভাবে’ তুলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এবং সুব্রত বক্সির উপর। প্রসঙ্গত কিছুদিন আগে একটি বৈঠক থেকে অভিষেককে ‘আমাদের নেতা’ বলে সম্বোধন করেছিলেন সুব্রত বক্সিও।