“সংবাদমাধ্যমের সামনে আমাকে জেরা করার ক্ষমতা আছে?” CBI-কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে জেরা করার ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই (Central Bureau of Investigation) শুক্রবার নোটিশ পাঠিয়েছে। আগামীকাল বেলা ১১ টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির হতে বলা হয়েছে নিজাম প্ল্যালেসে। নোটিশ পাওয়ার পর অভিষেক সিদ্ধান্ত নেন বাঁকুড়ায় দলের নবজোয়ার কর্মসূচি বন্ধ রেখে তিনি ফিরে আসবেন কলকাতায়।

কলকাতায় ফেরার আগে সোনামুখীতে রোড শো থেকে সিবিআইকে রীতিমতো চ্যালেঞ্জ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এদিন প্রকাশ্যে অভিষেক বলেন, “আমাকে জেরা করুন সংবাদমাধ্যমের সামনে। পারবেন কি? আছে ক্ষমতা? ভেবেছিলাম আমাকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে। কিন্তু তা হয়নি। তবে মাথা নত করার লোক আমি নই।”

এরই সাথে অভিষেক বলেন, “যাদের টিভিতে টাকা নিতে দেখা গিয়েছিল সিবিআই তাদের ডাকে না। কোনও হেলদোল নেই হাইকোর্টের।” সোনামুখীর পর অভিষেকের যাওয়ার কথা ছিল বাঁকুড়ার (Bankura) ইন্দাসে। কিন্তু অভিষেক যেহেতু কলকাতায় ফিরে আসছেন সেহেতু সেখানে ভার্চুয়াল সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

abhishek banerjee today

 

এই প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমাকে আটকাতে গিয়ে তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ময়দানে নামিয়ে আনলে। ভাল করেছ।” একই সাথে ইডি, সিবিআইকে উদ্দেশ্য করে অভিষেক আজ বলেন, “বিজেপি এক বছর পর আর থাকবে না। কিন্তু ইডি, সিবিআই, সংবিধান থাকবে। আমি সিবিআইকে বলছি, মেঘনাদের মতো মেঘের আড়ালে না থেকে, সামনে আসুন। পঞ্চায়েতে প্রার্থী দিন দরকার হলে।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X