‘ফাঁকা প্রতিশ্রুতি নয়, পদক্ষেপ নিক রাজ্য’! আরজি কর কাণ্ডে তোলপাড় করা মন্তব্য অভিষেকের

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে ঘরে-বাইরে মুখ পুড়েছে তৃণমূল সরকারের। কোথাও মমতার পদত্যাগের দাবি উঠছে, কোথাও আবার রাজ্য সরকারের ভূমিকা নিয়ে চলছে জোর চর্চা। এমতাবস্থায় পরিস্থিতি সামাল দিতে শাসক দলের তরফ থেকে নানান উদ্যোগ নেওয়া হলেও, তেমন সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হাঁটেননি, দলের নেতা-নেত্রীদের সঙ্গেও দেখা যায়নি তাঁকে। এই আবহে এবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে শোরগোল ফেলে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

আরজি কর কাণ্ডের মাঝেই বিস্ফোরক অভিষেক (Abhishek Banerjee)!

আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় (RG Kar Incident) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কেন সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে না এই নিয়ে গত কয়েকদিন ধরেই জোর চর্চা হচ্ছে। এসবের মাঝেই বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেন অভিষেক। লিখেছেন, ‘বিগত ১০ দিনেরও বেশি সময় ধরে গোটা দেশ যখন আরজি কর কাণ্ডের প্রতিবাদে নেমেছে, ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন, সেই সময় ভারতের নানান প্রান্তে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে। মানুষ যখন এই নারকীয় ঘটনার প্রতিবাদে শামিল, তখনই এমন একের পর এক ঘটনা ঘটেছে’।

   


অভিষেকের (Abhishek Banerjee) আক্ষেপ, এত আন্দোলন, এত প্রতিবাদ সত্ত্বেও স্থায়ী সমাধান এখনও অনেকাংশে আলোচনার বাইরেই রয়ে গিয়েছে। তৃণমূল ‘সেনাপতি’র কথায়, ‘প্রত্যেকদিন ৯০টি ধর্ষণের ঘটনার রিপোর্ট করা হয়। প্রত্যেক ঘণ্টায় ৪টি এবং ১৫ মিনিটে ১টি। এমন পরিস্থিতিতে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি’।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদ! বিজেপি নেতার মাইক কেড়ে নিলেন তৃণমূল নেতা, তারপর যা হল … তোলপাড়!

ধর্ষণ নিয়ে কোনও ফাঁপা প্রতিশ্রুতি নয়, বরং ৫০ দিনের মধ্যে বিচার এবং কঠোর শাস্তির আইনের দরকার রয়েছে, বলে দাবি করেছেন অভিষেক। তৃণমূল (Trinamool Congress) নেতা লিখেছেন, ‘রাজ্য সরকারগুলির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। ধর্ষণ বিরোধী আইন প্রণয়নে দ্রুত কেন্দ্রকে চাপ দেওয়া হোক। যাতে দ্রুত বিচার এবং কঠোর শাস্তি দেওয়া যায়। এক্ষেত্রে শিথিলতা হলে সবটা নেহাত প্রতীকী এবং অকার্যকর রয়ে যাবে। ভারত জেগে ওঠো’।

Abhishek Banerjee on encounter of rapists after RG Kar incident

এদিকে আরজি কর পরিস্থিতিতে যখন কার্যত কোণঠাসা তৃণমূল, তখন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সম্প্রতি কুণাল ঘোষ নিজে অভিষেককে (Abhishek Banerjee) এই ঘটনায় সক্রিয় ভূমিকায় দেখতে চাওয়ার কথা বলেছেন। এবার নিজেই ধর্ষণ নিয়ে একটি বিরাট পোস্ট করে নিজের মতামত জানালেন তৃণমূল সাংসদ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর