বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পরেই সাংগঠনিক কাজ থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সদ্য সমাপ্ত চার বিধানসভার উপনির্বাচনের সময়েও দেখা যায়নি তাঁকে। এরপর থেকেই একুশে জুলাইয়ের সমাবেশে তাঁর উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এবার এই নিয়ে সামনে এল বড় খবর।
একুশে জুলাইয়ের মঞ্চে থাকবেন অভিষেক (Abhishek Banerjee)?
কালীঘাটের ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা যাচ্ছে, গত কয়েকদিনে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে অভিষেকের নিয়মিত কথা হয়েছে। মমতা যখন মুম্বইয়ে গিয়েছিলেন সেই সময়ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। বন্দ্যোপাধ্যায় পরিবারের বাকি সদস্যরাও এই বিষয়ে জানেন।
সূত্রের খবর, নতুন কোনও পরিস্থিতি যদি তৈরি না হয়, তাহলে আগামী ১৯ জুলাই কলকাতায় ফিরবেন ডায়মন্ড হারবারের সাংসদ। একুশে জুলাই তৃণমূলের সমাবেশেও তিনি উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। চিকিৎসার জন্য অভিষেক কোথায় গিয়েছেন সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর দুবাই হয়ে আমেরিকায় উড়ে যান তৃণমূল নেতা।
আরও পড়ুনঃ বাড়তে চলেছে বাস ভাড়া! বাস মালিকদের বিরাট পদক্ষেপ, ঘুম উড়ল যাত্রীদের!
উল্লেখ্য, এই প্রথম নয়, গত বছর পুজোর পরেও মমতা এবং অভিষেকের (Abhishek Banerjee) দূরত্বের খবর সংবাদের শিরোনামে উঠে এসেছিল। পুজোর সময়ও তৃণমূল সেনাপতি রাজভবনের সামনে ধর্না চালিয়ে যেতে চেয়েছিলেন। তবে মুখ্যমন্ত্রী তাতে রাজি ছিলেন না। এরপর নভেম্বর মাসে নেতাজি ইনডোরে জোড়াফুল শিবিরের কর্মীসভায় অনুপস্থিত ছিলেন দলের সেকেন্ড ইন কমান্ড। তবে নতুন কোনও পরিস্থিতি তৈরি না হলে একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেক উপস্থিত থাকবেন বলেই জানা যাচ্ছে।
কালীঘাট ঘনিষ্ঠ এক তৃণমূল কংগ্রেস নেতা বলেন, মমতা এবং অভিষেকের (Abhishek Banerjee) মধ্যে কোনও রকম মতান্তর ছিল কিনা সেই বিষয়ে কেউ জানে না। এটা তাঁদের মধ্যেকার ব্যাপার। এমন কিছু ঘটে থাকলেও সেটা স্বাভাবিক বলতে হবে। কারণ তৃণমূল এখন অনেক বড় দল। লোকসভায় ২৯ জন এবং রাজ্যসভায় ১৩ জন সাংসদ রয়েছেন। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে ২১৫ জন বিধায়ক। এত বড় দল চালাতে গেলে মতের অমিল হতেই পারে। তবে সেটাকে মনান্তর ভেবে নিলে সেটা ভুল।