নিয়োগ নিয়ে শাসক দলের বিরুদ্ধে বিক্ষোভ পড়শি রাজ্যে, একাধিক কর্মসূচী নিয়ে ত্রিপুরায় পাড়ি অভিষেকের

বাংলাহান্ট ডেস্কঃ ত্রিপুরা (tripura) স্টেট রাইফেলসের নিয়োগ নিয়ে উত্তাল পড়শি রাজ্য। বিভিন্ন জেলায় দফায় দফায় পরীক্ষার্থীদের বিক্ষোভের চাপে পড়ে বেশ অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির। এই বিষয় নিয়ে ক্ষুব্ধ রয়েছে যুবসমাজ। এই পরিস্থিতিতে আজই ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

একে তো যুবসমাজের ক্ষোভ, আবার অন্যদিকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ হয় গোমতী জেলার কাঁকড়াবনে। এসবের মধ্যে ত্রিপুরার শাসক দলের উপর ক্ষিপ্ত রয়েছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতেই সেখানে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা কিছুটা অন্যমাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

tmc vs bjp 1609482776

বেলা ১২ টা নাগাদ আগরতলায় পা রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাবেন চতুর্দশ দেবতা মন্দিরের উদ্দেশ্যে। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর দুপুরে তেলিয়ামুড়া এলাকার কালি তিলিয়ায় দলীয় কর্মী অনির্বাণ সরকারের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে সূর্যমণিনগরে বিজেপির হাতে আক্রান্ত তপনকুমার বিশ্বাসের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তারপর বিকেলে চা খেতে যাবেন বরদলইতে সংহিতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, যিনিও বিজেপির হাতে আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ। এরপর সোমবার সকালে মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ সেরে হোটেলেই ত্রিপুরা স্টিয়ারিং কমিটির সদস্য ও অন্য নেতৃত্বের সঙ্গে বৈঠক সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানিয়ে রাখি, ত্রিপুরা স্টেট রাইফেলসে কর্মী নিয়োগে ব্যাপক বেনিয়মের অভিযোগ করে হাই কোর্টে আবেদন করেছেন চাকরিপ্রার্থীরা। তাঁরা দাবি জানিয়েছেন, তাঁদের প্রত্যেকের লিখিত পরীক্ষা, মেডিক্যাল ও শারীরিক সক্ষমতা, মৌখিক পরীক্ষার মোট নম্বর প্রকাশ করতে হবে। এরই মাঝে আবার শুক্রবার বিলোনিয়া স্টেশনে বিক্ষোভ দেখান কিছু চাকরিপ্রার্থী। সবমিলিয়ে বেশ সরগরম রয়েছে পড়শি রাজ্য ত্রিপুরা।

Smita Hari

সম্পর্কিত খবর