বাংলা হান্ট ডেস্ক : গতকাল রাত থেকেই সরগরম রাজ্য রাজনীতি। রাত ১০:৩০ নাগাদ ‘নিখোঁজ’ হয়ে যান মুকুল রায় (Mukul Roy)। তারপর হঠাৎই জানা যায় তিনি দিল্লি গেছেন। কিন্তু হঠাৎ এই দিল্লি সফর কেন? উত্তরের খোঁজে সব দলই। এরই মধ্যে কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক (BJP MLA) তথা তৃণমূল নেতা মুকুল রায়ের হঠাৎ এই দিল্লি সফর নিয়ে এবার মুখ খুললেন শুভ্রাংশু রায়।
সোমবার রাত থেকেই মুকুল রায় নিখোঁজ বলে খবর রটে যায়। একটু বেশি রাতে মুকুল রায়ের খোঁজ মেলে দিল্লি বিমানবন্দরে। নিরাপত্তারক্ষীর সঙ্গে তিনি রাজধানীতে গিয়েছেন বলে জানা য়ায়। সংবাদমাধ্যমকে মুকুল রায় জানান, তাঁর এই দিল্লি সফর এমনিই। অবশ্য বাবার এই হঠাৎ সফর সম্পর্কে শুভ্রাংশু কিছুই জানতেন না বলে দাবি করেন। দু’টি নিখোঁজ ডায়েরিও করেন থানায়।
তিনি বলেন, ‘আমি এয়ারপোর্ট এবং থানাকে চিঠি লিখেছিলাম। জানিয়েছি, দু’জন আমাকে না জানিয়ে বাবাকে নিয়ে চলে গিয়েছেন। আমি থানার আইসি এবং এরায়পোর্টের ম্যানেজারকেও বলেছিলাম বাবাকে বিমান থেকে নামিয়ে আনতে। কিন্তু তা সম্ভব হয়নি।’
শুভ্রাংশু এদিন বলেন, ‘আমার ব্যক্তিগত মত, অভিষেককে হেয় প্রতিপন্ন করতেই কোনও একটি রাজনৈতিক দল খেলায় নেমেছে। তাদের নিশানা এখন অভিষেকই। তিনিই দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’ শুভ্রাংসু আরও দাবি করেন, ‘গতকাল একটি এজেন্সির মারফৎ এক অবাঙালি ব্যক্তিকে বলা হয়েছিল, মুকুল রায়ের হাতে ৫০ হাজার টাকা দিয়ে আসার জন্য। কারণ এখন বাবার হাতে টাকা নেই। বর্তমানে বাবার মাসিক আয় প্রায় ২১ হাজার টাকা করে।’
মুকুল পুত্র বলেন, ‘বাবা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ। ২০১১ সালের মুকুল রায় ও ২০২৩ সালের মুকুল রায়ের মধ্যে অনেক ফারাক রয়েছে। বাবা ইনসুলিন নেন, সেটা নিচ্ছেন কিনা জানি না। দিনে ১৮টা করে ওষুধ খান, সেটার কী হচ্ছে তাও জানা নেই। আমার সঙ্গে তো বাবার কোনও কথাও হয়নি। তাই বলব একজন অসুস্থ ব্যক্তিকে নিয়ে যদি কোনও একটি রাজনৈতিক দল টানাটানি করে তবে সেটা নোংরা খেলা হচ্ছে।’