বাংলা হান্ট ডেস্কঃ SIR শুরু হওয়া থেকেই রাজ্য রাজনীতিতে উত্তেজনা চরমে। SIR প্রক্রিয়া নিয়ে চলা বিতর্কের মধ্যেই বুধবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসে তৃণমূল কংগ্রেস। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে কমিশনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
পাঁচ দফা প্রশ্নে কমিশনকে কাঠগড়ায় তুললেন অভিষেক (Abhishek Banerjee)
বুধবার পাঁচ দফা প্রশ্ন নিয়ে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সঙ্গে ছিলেন আরও ৯ জন সাংসদ। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে অভিষেক জানান, তাঁদের করা প্রশ্নগুলির বেশিরভাগেরই পরিষ্কার উত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন।
অভিষেকের (Abhishek Banerjee) মূল প্রশ্ন ছিল, SIR প্রক্রিয়ায় যেখানে বাংলায় সব থেকে কম নাম বাদ পড়েছে, সেখানে কেন শুধুমাত্র বাংলাতেই মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, তামিলনাড়ুতে রিভিশনের হার ১২.৫৭ শতাংশ, ছত্তীসগঢ়ে ৮.৭৬ শতাংশ, গুজরাটে ৯.৯৫ শতাংশ এবং কেরলে ৬.৬৫ শতাংশ। সেখানে বাংলায় এই হার মাত্র ৫ শতাংশ। এই তথ্য সামনে রেখে অভিষেক প্রশ্ন তোলেন, যখন অন্য রাজ্যে কোথাও মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়নি, তখন কেন শুধু বাংলাতেই এই ব্যবস্থা নেওয়া হল। তাঁর অভিযোগ, সিলেক্টিভভাবে বাংলায় মাইক্রো অবজারভার ও জেলা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
এই বিষয়ে কমিশনের তরফে জানানো হয়, পর্যাপ্ত অফিসার না থাকার জন্যই এমন সিদ্ধান্ত। এর জবাবে অভিষেক (Abhishek Banerjee) বলেন, বহু AERO বসে রয়েছেন, তাঁদের কাজে লাগানো যেত। কিন্তু এই প্রশ্নেরও কোনও স্পষ্ট উত্তর মেলেনি বলে দাবি করেন তিনি। অভিষেকের অভিযোগ, নির্বাচন কমিশন বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে। তাঁর বক্তব্য, মুখ্য নির্বাচন কমিশনার ঠিকভাবে জানেনই না বাংলায় কীভাবে SIR-এর কাজ হচ্ছে। অভিষেক বলেন, ওপর থেকে নির্দেশ আসছে এবং সেই অনুযায়ী কাজ করা হচ্ছে, কিন্তু বাংলার বাস্তব পরিস্থিতি কমিশনের কাছে পরিষ্কার নয়।
এদিন রোহিঙ্গা ও বাংলাদেশি প্রসঙ্গেও প্রশ্ন তোলেন অভিষেক (Abhishek Banerjee)। তিনি বলেন, SIR প্রক্রিয়ায় যে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে কতজন বাংলাদেশি এবং কতজন রোহিঙ্গা, সেই তালিকা প্রকাশ করা হোক।

আরও পড়ুনঃ নতুন বছরের শুরুতেই ধাক্কা! এক লাফে বাড়ল LPG সিলিন্ডারের দাম, নতুন রেট কত হল জানুন
উল্লেখ্য, এই গোটা প্রক্রিয়ায় মাইক্রো অবজারভারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, এই অবজারভাররা ভিনরাজ্যের এবং রাজ্য ও এখানকার মানুষ সম্পর্কে ঠিকভাবে জানেন না। সেই অবস্থায় তাঁরা কীভাবে নিরপেক্ষভাবে কাজ করবেন। যদিও সেই অভিযোগ খারিজ করে দিয়েছিল নির্বাচন কমিশন। এবার একই অভিযোগ করলেন অভিষেক (Abhishek Banerjee)।












