আপত্তি নেই সমলিঙ্গ বিয়েতে! ইচ্ছামত জীবনসঙ্গী বাছার অধিকার রয়েছে সবার, মন্তব্য অভিষেকের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সুপ্রিম কোর্টে (Supreme Court) সমলিঙ্গের বিয়েতে আইনি স্বীকৃতির আর্জি নিয়ে দাখিল হয়েছে একাধিক পিটিশন। গত মঙ্গলবার থেকে সেই বিষয়ের শুনানি শুরু হয়েছে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এর মধ্যেই জানালেন সমলিঙ্গের বিবাহ নিয়ে তার নিজস্ব মতামত।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “ব্যক্তিগতভাবে আমার আপত্তি নেই সমলিঙ্গের বিয়েতে। গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ সবারই রয়েছে। নিজের ইচ্ছামতো যে কেউ তার জীবনসঙ্গী বাছতে পারেন।” সমলিঙ্গ বিয়ে নিয়ে আপত্তি জানিয়েছে কেন্দ্র। এমন অবস্থায় আদালত অন্যান্য রাজ্যগুলির মতামত চেয়েছে।

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। একটি বেসরকারি সংবাদমাধ্যম তাই তাকে এই বিষয়ে প্রশ্ন করে। অনেকে বলছেন অভিষেকের যে মনোভাব তার উত্তরে প্রকাশ পেয়েছে তা প্রগতিশীল। সমলিঙ্গ বিয়ে সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বৃহস্পতিবার বলেছেন, সুপ্রিম কোর্ট ২০১৮ সালে স্বীকৃতি দিয়েছে সমলিঙ্গের যৌনতাকে।

abhishek banerjee

সেই সময় আদালত খারিজ করে দিয়েছে অতীতে ৩৭৭ ধারা। সুপ্রিম কোর্টের রায় এক কথায় মান্যতা দিয়েছে সমলিঙ্গের সম্পর্ককে। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে যে সমলিঙ্গের বিবাহ ভারতীয় সংস্কৃতির বিপক্ষে। কিন্তু বিভিন্ন মানবাধিকার সংগঠন, বিজ্ঞান সংগঠন জানিয়েছে যে এটি মোদি সরকারের অন্ধ ধারনা। রাষ্ট্র কখনোই মানুষের যৌন চাহিদার উপর হস্তক্ষেপ করতে পারে না।

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X