চ্যালেঞ্জ পে চ্যালেঞ্জ! রাজনীতি ছাড়তে প্রস্তুত অভিষেক, তবে শাহকে মানতে হবে তার এই একটি শর্ত

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল বীরভূমের (Birbhum) সিউরিতে বিশাল জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার অনুব্রত গড়ে দাঁড়িয়ে শাসকদল তৃণমূল কংগ্রেস সহ মমতা ও অভিষেক বন্দোপাধ্যায়কে বেনজির আক্রমণ করেন শাহ। আর সকালের আক্রমণ সন্ধ্যায় টুইট করে কার্যত ফিরিয়ে দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এদিন শাহের আক্রমণে পালটা তাকে বড় চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমনকী তার দাবি মানলে রাজনীতিও ছেড়ে দেবেন বলে মন্তব্য করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট পূর্বে রাজ্যে এসে তৃণমূল কংগ্রেসকে ঝাঁঝালো আক্রমণ করেন শাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় টুইট করে তারই জবাব দিলেন অভিষেক।

ঠিক কী লিখলেন অভিষেক? এদিন কার্যত হুঁশিয়ারির সুরে অভিষেক বলেন, “আপনার কল্পনায় আমার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে এত কিছু বললেন। অথচ বিজেপি যে বাংলাকে দিনরাত কলুষিত করছে, সে সম্পর্কে আপনি বিন্দুমাত্রও বিচলিত নন। আমার অস্তিত্ব যদি আপনাকে এতটাই পীড়া দেয়, তবে আপনি বাংলার এক কোটি ১৫ লাখ বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তাহলে আমি রাজনীতি থেকে সরে দাঁড়াব।”

abhishek

শুক্রবার বীরভূমের সভার শুরু থেকেই শাহের নিশানায় ছিল অভিষেক ও মমতা। অভিষেককে তোপ দেগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মমতা যতই স্বপ্ন দেখুন যে তার ভাইপো পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন, আমি বীরভূমে দাঁড়িয়ে বলে যাচ্ছি বিজেপি নেতাই হবেন মুখ্যমন্ত্রী।” তিনিই আরও বলেন, “বাংলার মানুষকে নিয়ে কোনও চিন্তা নেই দিদির। তার শুধু একটাই লক্ষ্য কীভাবে ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো যায়। দিদি ভাইপো জুটিকে হারানোর একটাই রাস্তা বিজেপি।”

এরপর দুর্নীতি ইস্যুতেও কথা বলেন শাহ। বলেন, “এদের (তৃণমূলের) অধিকাংশ মন্ত্রীই গরাদের ভিতরে। এত টাকা চুরি করেছে, যে মন্ত্রীদের বাড়ি থেকে ট্রাক ভরে ভরে টাকা নিয়ে যেতে হয়েছে ইডি কে।” সভার শেষে বীরভূমে মানুষের ভালবাসা পেয়ে তিনি আপ্লুত বলে জানান। সন্ধ্যায় দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গোটাদিন তার সঙ্গী ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর