গতকাল রাতের পর ফের একবার ইডি দপ্তরে অভিষেকের শ্যালিকা! দীর্ঘ জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল গভীর রাতে পৌঁছে গিয়েছিলেন ইডি (Enforcement Directorate) দপ্তরে। তবে সেখানে তদন্তকারী অফিসাররা উপস্থিত না থাকায় এক প্রকার বাধ্য হয়েই ফিরে আসতে হয় তাঁকে। অবশেষে ফের একবার তলব মাঝে সিজিও কমপ্লেক্সে পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর (Menaka Gambhir)। কয়লা পাচার কাণ্ডে তলব মাঝে এদিন তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কয়লা পাচার কাণ্ডে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার ইডি ও সিবিআই তলবের মুখে পড়তে হয়। যদিও এই ঘটনায় বিজেপির চক্রান্ত রয়েছে বলে একাধিক সময় অভিযোগ ছুড়ে দেয় তৃণমূল শিবির। আর এর মাঝেই বর্তমানে ইডির নজরে উঠে এসেছেন অভিষেক শ্যালিকা মেনকা গম্ভীর।

গতকাল গভীর রাতে ইডির তলব মাঝে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক শ্যালিকা। তবে ইডির অফিস তালা বন্ধ থাকার কারণে অবশেষে বাধ্য হয়েই তাঁকে ফিরে আসতে হয়। এই প্রসঙ্গে মেনকা বলেন, “রাত সাড়ে বারোটায় আমাকে ইডি দপ্তরে তলব করা হয়েছিল, সেই কারণেই গিয়েছিলাম।”

তবে পরবর্তীতে জানা যায় যে, দুপুর সাড়ে বারোটা লিখতে গিয়ে টাইপিং-এ ভুলবশত মাঝরাতে সাড়ে বারোটা লিখে বসে ED। পরবর্তীতে অবশ্য নিজেদের ভুল স্বীকার করে নিয়ে এদিন দুপুরে ফের একবার তলব করা হয় অভিষেক শ্যালিকাকে। বর্তমানে ইডির তলব মাঝে সিজিও কমপ্লেক্সে এসে উপস্থিত হয়েছেন মেনকা।

Untitled design 76

উল্লেখ্য, গত শনিবার ব্যাঙ্কক যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে বাধা দেওয়া হয় মেনকা গম্ভীরকে। এক্ষেত্রে কয়লা পাচার কাণ্ডে লুক আউট নোটিশ জারি করার কারণে তাঁকে বিদেশে যেতে বাধা দেয় তদন্তকারী সংস্থা আর এর মাঝেই এদিন মেনকাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কয়লা পাচার কাণ্ডে নয়া কোন তথ্য উঠে আসে, সেদিকে তাকিয়ে সকলে।


Sayan Das

সম্পর্কিত খবর