তোর বাপকে গিয়ে বলে … কাঁথিতে শুভেন্দুকে নিশানা করে বেনজির আক্রমণ অভিষেকের

   

বাংলা হান্ট ডেস্কঃ কাঁথি থেকে আজ শুভেন্দু অধিকারীকে বেনজির আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে তুলোধোনা করে এসেছেন। আর এবার সেই ভাইপো শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করলেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলেন, আমাকে বারবার তুই তোকারি করে আক্রমণ করা হয়েছে। আমি এতদিন পাল্টা তুই বলিনি। তবে আজ বলছি। আমি বেইমানদের তুই বলে ডাকি। বেইমানদের জন্য আমার মনে কোনও সন্মান আর সমবেদনা নেই। তুই একটা অকৃতজ্ঞ মানুষ।

অভিষেক আজকের সভা থেকে বলেন, ‘আজ এই সভায় যা লোক হয়েছে, তাঁরা ভোট দিলেই মীরজাফর কোম্পানির জমানত বাজেয়াপ্ত হবে। আজ এই মাঠে যা লোক হয়েছে, রাস্তায় তাঁর দ্বিগুণ লোক দাঁড়িয়ে আছে। আজকের সভায় বৈপ্লবিক জনবিস্ফোরণ হয়েছে।” তিনি শুভেন্দুকে আক্রমণ করে বলেন, ‘আমাকে বারবার ধমকানো হয়েছে। আমাকে বলেছিল মেদিনীপুর এলে দেখে নেবে। ভোটের আগে ১০০ বার এখানে আসব।”

তিনি শুভেন্দু অধিকারীর অনুগামী বিজেপি কনিষ্ক পন্ডাকে নিশানা করে বলেন, ‘তোর বাপকে গিয়ে বল, তার বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি। কী করবি কর। হিম্মত আছে?” উল্লেখ্য, ২০১৫ সালে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে একটি সভায় স্থানীয় দেবাশিস আচার্য নামের এক যুবকের হাতে চড় খেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনকয়েক আগে সেই যুবককে পাশে বসিয়ে ভিডিও করেছিলেন কনিষ্ক পন্ডা। তখন তিনি অভিষেককে বলেছিলেন, ‘কি ভাইপো চিনতে পারছ তো?”

অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনের ওই ঘটনাকে কেন্দ্র করে আজ কনিষ্ক পন্ডাকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘এখানকার এক নেতা আমাকে ফেসবুকে পোস্ট করে ভয় দেখাচ্ছে। তোর বাপকে গিয়ে বল, তার বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি। কী করবি কর। হিম্মত আছে?”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর