‘পদ্মফুলের টাকা নিয়ে জোড়াফুলে ভোট দিন’! ভোটারদের ‘পরামর্শ’ অভিষেকের

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার লোকসভা ভোট। তার আগে আজ সোমবার দু’টি জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রথম সভা বোলপুরে এবং দ্বিতীয়টি হুগলিতে করেন তৃণমূল (TMC) সেনাপতি। দুই সভা থেকেই বিজেপিকে আক্রমণ করেন তিনি।

প্রথমে মঙ্গলকোটের সভা থেকে ‘বহিরাগতদের বিসর্জনে’র ডাক দেন অভিষেক। বিজেপিকে (BJP) আক্রমণ করে তৃণমূল (Trinamool Congress) সেনাপতি বলেন, ‘প্রথম দফার নির্বাচনে কোচবিহার, আলিপুরদুয়ার ওঁদের মাথা ভেঙেছে, দ্বিতীয় দফায় বালুরঘাট এবং রায়গঞ্জ ওঁদের ঘাড় ভেঙেছে। তৃতীয় দফার মালদহ এবং মুর্শিদাবাদের দু’টি করে আসনে নির্বাচন রয়েছে। সেখানকার মা-ভাইয়েরা মিলে ওঁদের মেরুদণ্ড ভাঙবে’।

এরপর এক এক করে বাকি দফাগুলিতে বিজেপির কোমর, হাঁটু, পা ভাঙা হবে বলে মন্তব্য করেন অভিষেক। শেষ দফায় ডায়মন্ড হারবারে নির্বাচন। সেখানে প্রার্থী তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড নিজে। তিনি বলেন, ‘সপ্তম দফার নির্বাচনে আমি আছি, ডায়মন্ড হারবারে। ওঁদের অহংকার, ঔদ্ধত্য, দম্ভ চূর্ণ বিচূর্ণ করে বলো হরি, হরি বোল। বলো হরি, হরি বোল বহিরাগতদের…’।

আরও পড়ুনঃ ৫০ লক্ষের গাড়ি, হাতেই নগদ ১০ লাখ! জানেন মোট কত সম্পত্তির মালিক ‘দাবাং’ অর্জুন সিং?

এরপর হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়য়ের সমর্থনে পান্ডুয়ায় আয়োজিত সভা থেকেও বিজেপিকে ফালাফালা আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, ‘বিজেপি যদি টাকা দিতে আসে তাহলে নিয়ে নিন। ভোটের আগে ওঁরা টাকা নিয়ে আসে। আমি মা-ভাইদের বলব, এটা আপনাদের সবার টাকা। পদ্মফুলের টাকা নিয়ে আপনারা জোড়াফুলে ভোট দিন’।

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার বিষয়টি নিয়েও এদিন মুখ খোলেন অভিষেক। তৃণমূল সেনাপতি বলেন, বিজেপি বলেছে ক্ষমতায় আসলে ৩ মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। নিজের কথা স্বপক্ষে একটি অডিও ক্লিপ শোনান তিনি। এরপর বলেন, ‘বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। আগে লকেট জয়ী তো হোক!’

Abhishek Banerjee rally

আজ পান্ডুয়ার জনসভায় দাঁড়িয়ে বিজেপিকে ‘বাঘ’ থেকে ‘ইঁদুর’ করে দেওয়ার কথা বলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সাধু মন্ত্রে একটি ইঁদুরের বাঘ হয়ে ওঠার গল্প শুনিয়ে অভিষেক উপস্থিত জনতার উদ্দেশে বলেন, বিজেপিকে ফের বাঘ থেকে ইঁদুর করে দিতে। সাধারণ মানুষ বিজেপিকে বাঘ করে দেওয়ার পর তারা ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে বলে দাবি করেন তৃণমূল নেতা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর