বাংলা হান্ট ডেস্কঃ গতকাল বিজেপির (Bharatiya Janata Party) ‘নবান্ন অভিযান’ ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। এই অভিযানকে কেন্দ্র করে শাসক বনাম বিরোধী দ্বন্দ্বে উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপট। এর মাঝেই গতকালের একটি ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
গতকাল শুভেন্দু অধিকারীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে, যেখানে এক মহিলা পুলিশ কর্মীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “ডোন্ট টাচ মি। আমি পুরুষ, আপনি মহিলা।” সেই ইস্যুটিকে হাতিয়ার করেই এদিন অভিষেকের দাবি, “গতকালের ঘটনা দেখে আমার অবশেষে বোধদয় হয়েছে। গতকাল শুভেন্দু অধিকারীকে প্রিজন ভ্যানে ওঠার জন্য অনুরোধ করেন এক মহিলা পুলিশ কর্মী। এরপরেই উনি বলেন, ‘ডোন্ট টাচ মি।’ এর থেকে বর্তমানে বুঝতে পারছি যে, ওনার আসলে পুরুষ পছন্দ।”
এরপর সারদা-নারদা প্রসঙ্গ তুলে ধরে অভিষেক বলেন, “সারদা মামলায় সুদীপ্ত সেন যদি মহিলা হতেন অর্থাৎ ওনার নাম যদি সুদীপ্তা হতো, তাহলে শুভেন্দু টাকা গ্রহণ করতেন না। আবার নারদ মামলায় ম্যাথু স্যামুয়েলের জায়গায় যদি অ্যাঞ্জেলিনা স্যামুয়েল টাকা দিত, তাহলে সেই টাকা গ্রহণ করত না শুভেন্দু।”
উল্লেখ্য, গতকাল বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়ি ভাঙচুর করার পাশাপাশি একাধিক পুলিশকর্মীকে উদ্দেশ্য করে মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। একই সঙ্গে কলকাতা পুলিশের এসি দেবজিৎ চট্টোপাধ্যায়কে ব্যাপক মারধর করা হয়। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিন দেবজিৎবাবুকে দেখা করতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেখান থেকে বেরিয়েই শুভেন্দু অধিকারীকে ‘পুরুষ পছন্দ করা নেতা’ বলার পাশাপাশি অভিষেক বলেন, “গতকাল লালবাজারে উনি রাহুল সিনহার হাতে হাত দিয়ে বসেছিলেন। এসব কিছু কি হয়ে চলেছে, আমার মাথায় ঢুকছে না। এক্ষেত্রে অবশ্য আপনি কাকে ভালোবাসবেন কিংবা কার সাথে বিবাহ করবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার।”
তবে পরবর্তীতে বিতর্ক আরো বাড়িয়ে শুভেন্দু অধিকারীর দেহরক্ষী খুনের বিষয়েও মন্তব্য প্রকাশ করেন তৃণমূল নেতা। বলে রাখা ভালো, সম্প্রতি কাঁথিতে শুভেন্দু অধিকারীর দেহরক্ষী মৃত্যুর ঘটনায় বিজেপি নেতার দিকেই মূলত অভিযোগ উঠতে থাকে। তবে পরবর্তীতে তদন্ত বন্ধ করা নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই প্রসঙ্গে এদিন অভিষেক বলেন, “এক্ষেত্রে বোঝাই যাচ্ছে, কাঁথিতে কি হয়েছিল, তা এবার বুঝতে পারছি। তবে এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যেভাবে তদন্ত বন্ধ করা নির্দেশ দিয়েছে, তা দেখে আমি অবাক। এ ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি।”