বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগে দারুন সাজে মহানগরী। ওদিকে প্রথমার দিনই কলকাতায় পা রেখেছেন কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিনহো (Ronaldinho)। তাকে ঘিরে ফুটবল প্রেমীদের উৎসাহ তুঙ্গে। আর হবে নাই বা কেন, বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা রোনাল্ডিনহো বলে কথা। পরিকল্পনা মাফিক সোমবারই একাধিক কর্মসূচীতে যোগ দেন তিনি।
গতকাল বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে দেখা করেন তারকা। পায়ে চোট পাওয়ায় বর্তমানে কালীঘাটের বাড়িতে বিশ্রামে রয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই দেখা যায় রোনাল্ডিনহো। সকালে সাম্বা ম্যাজিশিয়ানকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। উপহার স্বরূপ তার হাতে তুলে দেন বল, জার্সি।
আরও পড়ুন: ১০ ঘণ্টা টানা জেরা! রাতে ED অফিস থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের আপ্তসহায়ক, বললেন…
সোমবার সন্ধ্যায় একাধিক কর্মসূচীতে যোগদানের পাশাপাশি শ্রীভূমির পুজোর উদ্বোধন করতে যান রোনাল্ডিনহো। চোখের সামনে তাকে দেখে রীতিমতো চমকে যান সকলে। আর আজ মঙ্গলবার তাকে বল পায়ে মাঠে দেখা যাবে যাবে বলে খবর পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, আজ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে একই মাঠে দেখা যাবে সাম্বা ম্যাজিশিয়ানকে।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ! তৃতীয়াতে বৃষ্টি কী হবে? যা জানাচ্ছে আবহাওয়া দফতর
মঙ্গলবার মহেশতলায় বাটানগর স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নেবেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর সেই ম্যাচেই হাজির হবেন রোনাল্ডিনীহো। উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।