শ্রীলঙ্কার মানুষ যা করেছে ভারতের মানুষও সেটাই করবে! বিজেপিকে চরম আক্রমণ অভিষেকের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা নন, ভারতে এখন সবচেয়ে আলোচ্য বিষয় হল জ্বালানি। আর সেই জ্বালানির দামে এখন নাজেহাল সাধারণ জনতা। নিয়ম করে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম। প্রবল বেগতিক এর মধ্যে আম জনতা খরচ কমানোর চেষ্টা চালাচ্ছেন।

এবার এই ইস্যুকে কেন্দ্র করে বিজেপির প্রতি আক্রমণ শানালো তৃণমূল। কংগ্রেসের আমলে বিজেপি একসময় এই সবগুলোকেই সম্বল করেছিল যখন তারা ক্ষমতায় ছিল না। তো ক্ষমতায় আসার পর আট বছর পেরিয়ে গেলেও এই অবস্থার উন্নতি তো হয়নি বরং ক্রমশ অবনতি হয়েই চলেছে। এই নিয়ে এবার বিজেপির বিরুদ্ধে সুর গরম করলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার ধুপগুড়ির কর্মীসভা থেকে এই প্রসঙ্গে বিজেপির মূল্য বৃদ্ধি নিয়ে ভূমিকা কি তা নিয়ে সরব হয়েছেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আট বছর আগে কিন্তু পরিস্থিতি এতটা খারাপ ছিল না। পেট্রল এখন ১০৬ টাকা, কেরোসিন ১৬ টাকা প্রতি লিটার থেকে বের হল ১০২ টাকা। বেশিদিন এই অবস্থা চলতে থাকলে শ্রীলঙ্কায় এবং আফগানিস্তানের সরকারের যা অবস্থা হয়েছে বিজেপি-র এখানে সেই অবস্থা হবে, কিন্তু সেইসঙ্গে দেশের সর্বনাশ হয়ে যাবে। অভিষেক আরও বলেন, শ্রীলঙ্কার মানুষ যা করেছে এদেশের মানুষও বিজেপির বিরুদ্ধে সেটাই করবে।

প্রসঙ্গত, সম্প্রতি শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ বিরোধী বিক্ষোভকারীদের হামলায় শ্রীলংকা রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন কিন্তু তবুও পদত্যাগ করেননি। এরকম চলতে থাকলে মোদির অবস্থা রাজাপক্ষের মতই হবে বলে মন্তব্য করেছিলেন তৃণমূলের বিধায়ক ইদ্রিস আলী। অভিষেকের গলাতেও শোনা গেল একই সুর।


Reetabrata Deb

সম্পর্কিত খবর