ED-কে তুলোধোনা, তুমুল ভর্ৎসনা! হাইকোর্টের ডোজের চার দিনের মধ্যেই কেন অভিষেককে তলব?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে সিবিআই পরিবার। মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সূত্রের খবর এবার অভিষেকের পাশাপাশি নেতার বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে।

আগামী ৩ অক্টোবর অভিষেককে সমস্ত নথি নিয়ে সিজিওতে হাজির হতে বলেছে ইডি। আর আগামীকাল সপ্তাহেই নেতার বাবা ও মাকেও সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে ইডি। গত সোমবারই লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps and Bounds) কাণ্ডে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) ক্ষোভের মুখে পড়েছিল ইডি। আর তারপরই অভিষেককে তলব। কোমর বেঁধে ময়দানে ইডি।

   

গত সোমবার বিচারপতি সিনহার প্রশ্নবাণে উত্তপ্ত হয়ে ওঠে এজলাস। তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার সংস্থার সমস্ত ডিরেক্টরের সম্পত্তির বিবরণ নিয়ে আদালতে জমা দেওয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সিনহা। লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তির বিবরণ নিয়ে জমা দেওয়া রিপোর্ট দেখে বেশ কিছু সন্দেহ জাগে বিচারপতির।

আরও পড়ুন: ‘STOP ME IF YOU CAN’, এজেন্সিকে চ্যালেঞ্জ AB-র

ভর্ৎসনা করে বিচারপতি বলেন, ‘রিপোর্টে বলছেন অভিষেকের মাত্র ৩টি বিমা, আর কোনও সম্পত্তি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই? সাংসদ হিসেবে অভিষেকের বেতন জমা পড়ে কোন অ্যাকাউন্টে?’ ‘এখানে অ্যাকাউন্টের উল্লেখ নেই কেন? আপনারা কি পোস্ট অফিস?’ ইডির ভূমিকায় প্রশ্ন তুলে বিচারপতি বলেন, ‘সন্দেহ হচ্ছে আপনারাই তথ্যগোপন করছেন’।

abhishek ed

বিচারপতির প্রশ্ন তোলেন, ‘১৮৮এ, হরিশ মুখার্জি রোড কার নামে, জানেন? এটা সম্পত্তির খতিয়ানে নেই কেন? মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন থেকে ৩০বি, হরিশ চ্য়াটার্জি স্ট্রিটের উল্লেখ। কেন সেসব তথ্যের উল্লেখ নেই এখানে?’ হাইকোর্টে বিচারপতির ভর্ৎসনার চার দিনের মধ্যেই, এবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাল ED. তাহলে কী এর নেপথ্যে হাইকোর্টের তুলোধোনা? উঠছে প্রশ্ন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর