প্রবল ঝড়ে লণ্ডভণ্ড অভিষেকের সভা! উড়ে গেল রেল দুর্ঘটনার জন্য তৈরি অস্থায়ী ক্যাম্পও

বাংলা হান্ট ডেস্ক : প্রচন্ড গরমের মধ্যে হঠাৎ ঝড়, আরামবাগে লন্ডভন্ড অভিষেকের সভাস্থল (Abhishek Banerjee)। পাশাপাশি হঠাৎ ঝড়ে দাঁতনে লন্ডভন্ড বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার (Coromandel Express Accident) জন্য তৈরি ক্যাম্প।

প্রবল গরমে দুঃসংবাদ, বাংলায় বর্ষা ঢুকবে দেরিতে, আশঙ্কা আবহাওয়া দফতরের। আন্দামানে আগাম এলেও দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকতে বিলম্ব। উত্তর-পূর্ব ভারত হয়ে বাংলায় কবে বর্ষা? এখনও সন্দিহান আবহবিদরা। আগাম বর্ষা ঢোকার পরে আন্দামান-নিকোবরে প্রবল বর্ষণ চলছে। ১ জুন কেরলে ঢোকার কথা থাকলেও, এখনও লাক্ষাদ্বীপের কাছেই আটকে আছে বর্ষা।

ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, তার হাত ধরেই কেরলে ঢুকতে পারে বর্ষা। উত্তর বঙ্গোপসাগরে অনুকূল পরিস্থিতি না থাকার কারণেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে দেরিতে।

abhishek 2
দু’সপ্তাহ আগেও একই ছবি দেখা আসানসোলেও। বিগত কয়েকদিনে উত্তাপ ক্রমেই বেড়েছে। মে মাস জুড়েই প্রায় ৪৩ থেকে ৪৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে পারদ। সঙ্গে বয়েছে লু। সকাল নটার পর বাড়ি থেকে বেরোনো ছিল দায়। তবে এবার মুষলধারে বৃষ্টির দেখা মিলল আসানসোলে। সঙ্গে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার দুপুর ৩ টের পর কালো মেঘ, বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া এবং ব্যাপক বৃষ্টিপাত শুরু হয় শিল্পাঞ্চলে। বৃষ্টির জেরে প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহে। চলছে লোডশেডিং। অন্যদিকে দুর্যোগের কারণে বাঁকুড়ার সিমলাপালে সভা বাতিল করল তৃণমূল।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিল করল ঘাসফুল শিবির। ঝড়-বৃষ্টি সে অর্থে না হলেও সভার সময়ে ব্যাপক বজ্রপাত শুরু হয় বলে খবর। প্রাকৃতিক দুর্যোগের কারণেই সভা বাতিল বলে জানিয়েছে তৃণমূল।

Sudipto

সম্পর্কিত খবর