নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম ED-র মুখোমুখি অভিষেক পত্নী রুজিরা! কী নিয়ে হচ্ছে জিজ্ঞাসাবাদ?

বাংলা হান্ট ডেস্কঃ নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেলেন রুজিরা। নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে (Rujira Banerjee) তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate’s)। ১১ অক্টোবর সকাল ১১ টার সময় রুজিরাকে সিজিওতে তলব করা হয়েছিল। তবে সময়ের আগেই পৌঁছে যান রুজিরা।

সিজিওতে ঢুকেই সোজা ৬ তলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে চলে যান রুজিরা। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় গোটা সিজিও চত্বর। প্রচুর পরিমানে মহিলা পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, এই প্রথমবার নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরাকে তলব করেছে ইডি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের সূত্র ধরেই রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

আরও পড়ুন: কনফার্ম হল তারিখ! এই দিন DA বৃদ্ধির ঘোষণা হবে, খুশিতে আত্মহারা সরকারি কর্মচারীরা

ইডির অনুমান, লিপস অ্যান্ড বাউন্ডস থেকে টাকা ঢুকেছে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে। সেই সংক্রান্ত বিষয়েই জিজ্ঞাসাবাদ করা করা হতে পারে রুজিরাকে। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন: শাড়ি নিয়েও তরজা! পুজো উপলক্ষে মুখ্যমন্ত্রীর দেওয়া উপহার ফিরিয়ে দিলেন BJP বিধায়িকারা

abhishek rujira zx

প্রসঙ্গত গত ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল ইডি। শুধু তাই নয় এই কাণ্ডেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও। যদিও তারা কেউই ইডির মুখোমুখি হননি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর