রিলের মতো রিয়েল লাইফেও দুরন্ত গানের গলা, ‘গঙ্গারাম’এর গান শুনে অবাক কুমার শানুও

বাংলাহান্ট ডেস্ক: ‘গঙ্গারাম’ (gangaram) সিরিয়ালে গায়কের চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন অভিষেক বোস (abhishek bose)। গ্রামের ছেলে গঙ্গারাম শহরে এসেছে গায়ক হওয়ার আশায়। তার গলায় সুর খেলা করে। কিন্তু এই অভিষেক যে বাস্তবেও দারুন গান গাইতে পারেন তা কে জানতো! অভিষেকের গান শুনে মুগ্ধ স্বয়ং কুমার শানুও।

সম্প্রতি স্টার জলসার ‘সুপার সিঙ্গার থ্রি’ তে এসেছিলেন অভিষেক। প্রতিযোগী শুভজিতের সঙ্গে ‘মিলন হবে কত দিনে’ গাইলেন তিনি। সুর, তাল, লয় মিলিয়ে শুভজিতের সঙ্গে পাল্লা দিয়ে গাইলেন অভিনেতা। সঞ্চালক যিশু সেনগুপ্ত তাঁর গান শুনে অবাক! বিচারকদের তিনি বলেন, ‘ও গঙ্গারাম সিরিয়ালে গঙ্গারাম চরিত্রে অভিনয় করছে। কিন্তু ও যে এত ভাল গানও গায় তা জানা ছিল না আমার।’

IMG 20211119 204652
আপ্লুত অভিষেক বলেন, “একটা সত‍্যিকারের মঞ্চে আমি কোনোদিন গান গাইতে পারব তাও আবার কুমার শানু স‍্যার, কৌশিকী ম‍্যাম, সোনু স‍্যারের সামনে এটা কোনোদিন ভাবতে পারিনি।” যিশুকে উদেশ‍্য করে কুমার শানু বলেন, “ও অভিনেতা তুই বলছিস বটে, কিন্তু আমার মনে হচ্ছে ও গানের জগতে আসলেও নাম করতে পারত।”

স্টার জলসার সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করা হয়েছে এই শোয়ের প্রোমো। গঙ্গারামের ভক্তরা প্রশংসাও করছেন অভিষেকদের। প্রতি শনি ও রবিবার রাত সাড়ে নটায় সম্প্রচারিত হয় সুপার সিঙ্গার থ্রি। চলতি সপ্তাহের শেষেই এই বিশেষ এপিসোড দেখা যাবে।

https://www.instagram.com/tv/CWavosboI7s/?utm_medium=copy_link

টেলিপাড়ায় বেশ পরিচিত মুখ অভিষেক। ভাল অভিনেতা বলেই খ‍্যাতি রয়েছে তাঁর। জি বাংলার ‘নেতাজি’ (netaji) সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন অভিষেক। সকলেই বলেছিলেন এক্কেবারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতোই দেখতে লাগছিল অভিষেককে। কিন্তু কিছুটা তাড়াহুড়ো করেই শেষ করে দেওয়া হয় নেতাজি সিরিয়াল। ফলে বেশ আক্ষেপই থেকে গিয়েছিল দর্শকদের মনে।


Niranjana Nag

সম্পর্কিত খবর