বাংলাহান্ট ডেস্ক: অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) মৃত্যু একটা বড় শূন্যতা সৃষ্টি করেছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। তাঁর মৃত্যু বড় ধাক্কা হয়ে এসেছে পরিবারের জন্যও। মাত্র ১২ বছর বয়সে পিতৃহীন হয়েছে ছোট্ট সাইনা (Saina Chatterjee)। কিন্তু মানুষটাকে হারিয়ে আরো শক্ত হয়ে উঠেছে সে।
বাবা মেয়ের জন্মদিন পরপর। গত ৩০ এপ্রিল ছিল অভিষেকের মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী। আর গতকাল ৯ মে ছিল তাঁর আদরের ডলের জন্মদিন। মেয়ে যে অভিনেতার কাছে কী ছিল তা সংযুক্তার কথায় বহুবার উঠে এসেছে।
প্রতি বছর মেয়ের জন্মদিনে বড় করে পার্টির আয়োজন করতেন অভিষেক। শুধু গত দু বছর করোনার কারণে অনুষ্ঠান বন্ধ রেখেছিলেন তিনি। এ বছরে তাই ঠিক করেছিলেন, ধুমধাম করে পালন করবেন ডলের জন্মদিন। সেটা আর করে যেতে পারলেন না অভিষেক।
স্বামীর হয়ে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন স্ত্রী সংযুক্তা। শহরের এক নামী রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল সাইনার জন্মদিনের পার্টির। স্বামীর একটি সাদা কালো প্রিন্টের শার্ট পরে এসেছিলেন সংযুক্তা। লাল পোশাকে সেজেছিল মিষ্টি ডল। বাবার ছবিতে কেক ছুঁইয়ে ছবি তুলেছে সাইনা।
জন্মদিনের পার্টির বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সংযুক্তা। তিনি বিশ্বাস করেন, অভিষেক এখনো রয়েছেন তাঁদের মধ্যে। তাই সবসময় সব জায়গায় অভিনেতার ছবি সঙ্গে করে নিয়ে যান তাঁরা। সোমবার তিন জনের একটি ছবি শেয়ার করে সংযুক্তা লেখেন, বাবা ও মায়ের দায়িত্ব একসঙ্গে পালন করবেন তিনি। আর অভিষেক যে তাঁকে পদে পদে পথ দেখাচ্ছেন সেটা তিনি বুঝতে পারছেন।
সাইনা জানিয়েছিল, সেও বড় হয়ে অভিনেত্রী হতে চায়। অভিনয় করতেও পারে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সুযোগ পায়নি সে। অভিনেতার স্ত্রী সংযুক্তাও জানান, অভিষেকও চাইতেন যে মেয়ে অভিনয়ে আসুক। তবে ডল যেটা চাইবে সেটাই হবে বলে জানান সংযুক্তা।