বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি আইপিএলে প্রায় প্রতিটি দলেই তরুণ ক্রিকেটাররা এবার বড় অবদান রাখছেন। আইপিএল ২০২২-এ নিজের জাত চেনাতে সক্ষম হয়েছেন অনেক ঘরোয়া ক্রিকেট বা ভারতের হয়ে জুনিয়র পর্যায়ে ক্রিকেট খেলা তরুণ ব্যাটার এবং বোলার। এবার তাদের মধ্যে একজনকে নিয়েই উচ্ছসিত ভারতের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং।
চলতি আইপিএলটা ভালো মন্দ মিশিয়ে কাটছে সানরাইজার্স হায়দরাবাদের। টুর্নামেন্টের শুরুতে তারা টানা দুইটি ম্যাচে হারের মুখ দেখেছিল। তারপর একটানা পাঁচটি ম্যাচ জেতার পরে ফের টানা চার ম্যাচে হারের মুখ দেখেছে তারা। এখনও প্লে অফের আশা বেঁচে থাকলেও তাদের নিয়ে খুব আশাবাদী নন কেউই। কিন্তু এই দলের ওপেনার অভিষেক শর্মার পারফরম্যান্সে মজেছেন যুবরাজ সিং।
অভিষেক শর্মা যুবরাজের মতোই পাঞ্জাবের রাজ্যদলের হয়ে খেলেন এবং যে ফ্রাঞ্চাইজির হয়ে যুবি আইপিএল জিতেছিলেন সেই ফ্র্যাঞ্চাইজির হয়েই এখন ওপেন করেন। যুবরাজ বলেছেন, “ও যেভাবে ব্যাকফুটে গিয়ে শট খেলে, বিশেষ করে ওর পুল শট খেলার ভঙ্গি আমাকে নিজের কথা মনে করিয়ে দেয়।” নিঃসন্দেহে যুবরাজের এই বার্তা আরো উদ্বুদ্ধ করবে অভিষেককে।
“I think when I see Abhishek (Sharma), he reminds me a lot about myself. The pull shot, the backfoot shot he hits, I felt I was very much like him,” @YUVSTRONG12 said. #SRH #IPL2022 https://t.co/EZvXWik2Ys
— Circle of Cricket (@circleofcricket) May 7, 2022
চলতি মরশুমে দুরন্ত ফর্মে অভিষেক। তিনি এই মুহূর্তে কেন উইলিয়ামসন, এইডেন মার্করম-দের পেছনে ফেলে সানরাইজার্স হায়দরাবাদের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১১ ম্যাচে ১৩২.৪০ স্ট্রাইক রেটে ৩৩১ রান করেছেন তিনি।