বাংলা হান্ট ডেস্ক : আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আর তার আগেই প্রস্তুতি চূড়ান্ত করতে জনসংযোগ যাত্রা শুরু করেছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার কোচবিহারের (Coochbehar) তার আনুষ্ঠানিক সূচনা হয়েছে।
কিন্তু প্রথম দিনেই জনমত সংগ্রহ করতে গিয়ে মারাত্মক সমস্যার সৃষ্টির হল। সিতাইয়ের গোসানিমানিতে অভিষেক সভাস্থল ছাড়তেই ব্যালট বাক্স (Ballot Box) ভাঙা হয়। দুই গোষ্ঠীর হাতাহাতির চলে। লুঠ হয় ব্যালটও।
আজ বিকেলেই শীতলকুচির জনসভায় এঔ ব্যাপারে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘সিতাইয়ের গোসানিমানিতে সভা শেষ করার পর মঞ্চে ব্যালট বাক্স রাখা ছিল। সেখানে কিছু মানুষ অতি উৎসাহী হয়ে ভোট দিতে গিয়ে ব্যালট বাক্স ভেঙে ফেলেছে। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি গোসাইমানির মাঠে ফের মতামত নেওয়া হবে। বিকেলে সেই রিপোর্ট আমি দেখতে চাই।’
অভিষেক খুব ভালোভাবেই জানেন ব্যাপারটা মোটেই অতি উৎসাহী হওয়ার মতো ঘটনা নয়। এর পিছনে দলেরই কেউ কেউ রয়েছে। আর সেই কারণে অভিষেকের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি জানি কোথায় কোথায় কে কে কী করতে পারে। কেউ যদি মনে করে, গায়ের জোরে ব্যালট বাক্স ভেঙে নিজেদের নাম ঢুকিয়ে আগামী দিনে দলের থেকে প্রার্থীপদ আদায় করব, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছে। পাহারাদারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।’
এদিন অভিষেক আরও বলেন, ‘আমি এই কারণেই তৃণমূলের নব জোয়ার শুরু করেছি। কোন অঞ্চলে কারা দায়িত্বে ছিল, যাঁরা এই ঘটনা ঘটিয়েছে, তা আমার জানা আছে।’ তিনি আরও বলেন, দু’ঘণ্টা সময় থাকলে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যেত। কিন্তু অতি উৎসাহী হয়ে কেউ কেউ এটা করেছেন। কিন্তু কারও প্রভাব, কারও গা-জোয়ারি বা দাদাগিরি চলবে না। সাধারণ মানুষই প্রার্থী ঠিক করবেন।’