করোনা রোগীর দুয়ারে পৌঁছে যাবে অভিষেকের শুভেচ্ছা বার্তা, নয়া উদ্যোগ তৃণমূলের

বাংলা হান্ট ডেস্কঃ এবার করোনা রোগীদের দুয়ারে পৌঁছে যাবে অভিষেকের শুভেচ্ছাবার্তা, পাশাপাশি পৌঁছে যাবে ফলের ঝুড়িও। বড়সড় উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস। এর আগে রাজ্য সরকারের তরফ থেকে করোনা রোগীদের আরোগ্য কামনায় আক্রান্তদের বাড়িতে ফলের ঝুড়ি পাঠানো হয়েছিল। এবার তৃণমূলের উদ্যোগে অভিষেকের তরফ থেকেও যাবে শুভেচ্ছা বার্তা ও ফলের ঝুড়ি।

করোনা রোগীদের বাড়িতে পাঠানো অভিষেকের শুভেচ্ছা বার্তায় লেখা থাকবে, ‘আপনার দ্রুত আরোগ্য কামনা করি। ভাল থাকুন, সুস্থ থাকুন।” জানা গিয়েছে যে, প্রজাতন্ত্র দিবস ২৬ জানুয়ারির দিন থেকে কলকাতার ৬০ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি শুরু করবে তৃণমূল কংগ্রেস।

উত্তর কলকাতা যুব তৃণমূলের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই এই অভিযান শুরু করছেন বলে জানা গিয়েছে। তিনি জানিয়েছেন যে, শুভেচ্ছা বার্তার পাশাপাশি ফলের ঝুড়ি দেওয়া হবে এবং সেখানে এলাকার তৃণমূল ব্লক সভাপতিদের নম্বরও দেওয়া থাকবে। আপদে-বিপদে পড়লে সেই নম্বরে ফোন করলে মিলবে সাহায্য।

তিনি জানিয়েছেন, শুধু কোভিড আক্রান্তদের সাহায্যের জন্যই নয়, এলাকার কোনও সমস্যা থাকলেও ওই নম্বরে ফোন করে অভিযোগ জানানো যেতে পারবে।

Koushik Dutta

সম্পর্কিত খবর