ভারতের বর্তমান পরিস্থিতি অগ্নিগর্ভও। সিএবি ,এনআরপি, এনআরসি এবং আরও একাধিক বিশয় নিয়ে খুব দেশের আমজনতা । তাদের প্রত্যেকের নিশানায় মদি সরকার। মোদীর পাশাপাশি অমিত শাহ, যোগী এবং দিলিপ ঘোষ ও রয়েছেন। এমনকি দেশের অর্থনৈতিক ব্যাবস্থা তলানিতে গিয়ে ঠেকায় মানুষ সরকারকেই দুষছেন ।
এর মধ্যে আবার বিতর্কিত মন্ত্যব্য করে বিপাকে পরলেন আরেক বিজেপি নেতা। তিনি জানিয়েছেন মোদী এবং যোগীর বিরোধিতা করলে পুড়িয়ে মারা হবে। আর এই মন্তব্যে আবার কেন্দ্রীয় সরকারের কপালে যে দুর্ভোগ ঘনাতে চলেছে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সিএবি ,এনআরপি, এনআরসি নিয়ে দেশের একাধিক মানুষ চিন্তায় পরেছেন। কিছুক্ষেত্রে এই আইনের বিরোধিতা করেছেন দেশের একাধিক বিরোধিতা নেতারা। বিরোধিতার পাশাপাশি তারা এও জানিয়েছেন তারা কিছতেই সরকারপক্ষের এই উদ্দেশ্য সফল হতে দেবে না মানে সিএবি ,এনআরপি, এনআরসি হতে দেবেনা। এই মন্ত্যব্য করে এরি মধ্যে বিপাকে পড়েছেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা রঘুরাজ সিংহ ।
সব নিয়ে একের পর এক ঘটে বিজেপি নেতাদের ধমকি তে মানুষের বিশ্বাস ভাঙতে বসেছে। এখানেই শেষ নয় এর আগেও দিলিপ ঘোষের এরকম আক্রমণাত্মক মন্তব্যে খেপে ওঠে বাংলার জনতা। কিন্তু সব মিলিয়ে পরিস্থিতি শান্ত হতে না হতে আর একবার এরকম মন্ত্যব্যে জেরবার হয়েছে সোশ্যাল মিডিয়া । কিছুদিন আগেও উত্তরপ্রদেশের অবস্থা স্রগরম থাকার কারনে বেশ বেগ পেতে হয়েছিলো প্রশাসন মহলকে ।
সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই আবার এই এক কাণ্ড ঘটে গেলো । এখন দেখার আরও একবার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কি পথ অবলম্বন করতে হয় প্রশাসনকে । কিন্তু এভাবে একের পর এক ঘটে যাওয়া ঘটনায় তাও কন পরিবর্তন নেই বিজেপির নেতাদের। তারা এখনও সেই আগের মতন সন্ত্রাসবাদী বার্তা হুমকি দিয়েই চলেছেন।