অপুস্টির শিকার সুদানের সিংহ, ভাইরাল সেই ছবি

কথায় বলে সিংহ বনের রাজা। তাদের আধিপত্য জঙ্গল জুড়ে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া বেশ কয়েকটি ছবি বদলে দেবে আপনার মনের ধারনা। বেশ কিছুদিন ধরে আফ্রিকার সুদানে  আর্থিক সংকট এবং চরম দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য খাবারের আকাল। এখান কার মানুষ এখন দুবেলা পেট ভরে খেতে পারছেনা।

তার উপর চিড়িয়াখানায় পশুদের কথা মাথায় না আসাটাই স্বাভাবিক। আর এই পরিস্থিতিতে দেশের মানুসষর এখন খারাপ পরিস্থিতি। আর সেখানে দাড়িয়ে  চিড়িয়াখানায় জন্তুদের অবস্থা আরো খারাপ। কেতে না পেয়ে শরীর শুকিয়ে গেছে। ক্লান্ত হয়ে ধুকছে পশুরা। তার মধ্যে সবথেকে শোচনীয় অবস্থা সিংহর। শরীর এতোটাই ভেঙ্গে গেছে যে তাদের ওজন  দুই-তৃতীয়াংশ  কমে গেছে। সুদানের রাজধানী খারতুমের একটি আল-কুরেশি পার্ক (চিড়িয়াখানা)-এ বন্দি এই পশুরাজেরা।

 

WhatsApp Image 2020 01 22 at 14.36.04একদিন দেখতে সুন্দর ছিলো এই সিংহ দের কিন্তু আজ খাবারের অভাবে তাদের হাড় বেড়িয়ে গিয়েছে। দড়িয়ে থাকার খমতা নেই, চলার খমতাও নেই। দেশের মানুষ তাদের খাবারের সঙ্কটের পাশাপাশি বিপদে পড়েছে এই অবলা পশুরা। তাদের পরিস্থিতি এমনি যে তাদের আবার বনে ছেড়ে আসাও সম্ভব নয়। কারন এতে তাদের জীবনের ঝুকি আরো বেড়ে যাবে । বনের আর পশুরা তাদের প্রানে মেরে ফেলবে, তাদের আহার বানিয়ে ছিড়ে খাবে।

আর এই পরিস্থিতি তে উপায় নেই কনো কিছুই। ওসমান সালিহ নামে এক ব্যক্তি চিড়িয়াখানা থেকে পশুগুলিকে উদ্ধার করার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। সাথে সাথে ফেসবুক এবং নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। দুনিয়ার মানুষ যা দেখে রিতিমতো স্তব্ধ হয়ে গেছেন। কিভাবে এই জন্তুদের কাবারে জোগাড় করা  হবে সেই নিয়ে ভাবনা চিন্তা করাও হচ্ছে। পাশা[পাশি আর্থিক  সহায়তা নিয়েও তাদের পাশে দাড়ানোর কথা ভাবছেন পশুপ্রেমীরা। এখন দেখার কিভাবে তাদের এই সমস্যা থেকে মুক্তি দেওয়া যায়।


সম্পর্কিত খবর