বাংলা হান্ট ডেস্ক : হস্টেলে বর্ধিত ফি নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলি। টানা কয়েক সপ্তাহ ধরে আন্দোলনে সামিল হয়েছে জেএনইউ এর ছাত্রছাত্রী সহ বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছে এবিভিপি, তবে এবার বর্ধিত ফি সহ একাধিক দাবিতে পদযাত্রার ডাক দিল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বামপন্থী সংগঠনগুলি।
শনিবার মান্ডি মার্কেট থেকে পদযাত্রার ডাক দেওয়া হয়েছে, ওই পদযাত্রায় বামপন্থী সংগঠনের ছাত্রছাত্রী ও বাম মনোভাবাপন্ন ব্যক্তিদের সামিল হওয়ার আর্জিও জানিয়েছেন তাঁরা। যেহেতু হস্টেল ফি বাড়ানো নিয়ে এত দিন ধরে লাগাতার আন্দোলন ছাড়িয়েছে এর পর উচ্চ শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি করার দাবি তুলেছে জেএনইউ এর ছাত্র সংগঠন।
তাই আন্দোলন আরও বৃহত্তর করার উদ্দেশ্যে আইআইটি দিল্লি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আন্দোলনে শামিল হওয়ার আর্জিও জানানো হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার মান্ডি মার্কেট থেকে পদযাত্রা করেছিল এবিভিপি কিন্তু মাঝপথে তাঁদের আন্দোলনকে থামিয়ে দিয়েছে পুলিশ।
উল্লেখ্য কয়েকদিন আগে জেএনইউয়ের পড়ুয়াদের মিছিলের ওপর পুলিশি হামলা বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছিল। সোমবার সকালে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের ওপর পুলিশের নির্বিচারে লাঠি চালানোর ছবি প্রকাশ্যে এসেছিল। এ ছাড়াও আরও কয়েক দিন আগে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের ওপর লাঠি ও জলকামান হামলা করেছিল পুলিশ। তবে এ সবের পরেও নিজেদের অবস্থান থেকে নড়তে নারাজ ছাত্র সংগঠন।