বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে গ্রীষ্মের দাবদাহ ক্রমশ পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি, পাল্লা দিয়ে বেড়ে চলেছে তাপমাত্রা। ভ্যাপসা গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা সকলের। এমনকি, দুপুরের তীব্র রোদে বাড়ি থেকে বেরোনোটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, বৃষ্টির অপ্রতুলতাও এই পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।
এমতাবস্থায়, অনেকেই ঘরকে ঠান্ডা রাখতে AC কিনতে চাইলেও খরচের কথা ভেবে পিছিয়ে আসেন। তবে, এবার আর নেই কোনরকমের খরচের চিন্তা! কারণ, বর্তমানে ফ্যানের দামেই পাওয়া যাচ্ছে আস্ত একটি AC। শুনতে অবাক মনে হলেও, এটা কিন্তু একদমই সত্যি। বর্তমান প্রতিবেদনে এই AC সম্পর্কেই বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
বাম্পার ডিসকাউন্টে পেয়ে যাবেন AC:
মূলত, অনলাইন বিপণন সংস্থা অ্যামাজনে মিনি এয়ার কন্ডিশনারগুলির অনেকগুলি বিকল্প রয়েছে। যা রীতিমত ফ্যানের দামেই কিনতে পারবেন ক্রেতারা। সেগুলির মধ্যেই উল্লেখযোগ্য একটি হল LUCHILA Go Arctic Air Conditioner। প্রকৃতপক্ষে, এটি একটি 3 ইন 1 কন্ডিশনার। পাশাপাশি, এটিকে Humidifier Purifier Mini Cooler-ও বলা হয়। তবে, এটির দাম 4,499 টাকা হলেও বর্তমানে ইচ্ছুক ক্রেতারা এটি ডিসকাউন্ট সহ মাত্র 1,899 টাকায় পাবেন। আপনি যদি কম দামে একটি পোর্টেবল AC কিনতে চান তবে এটি আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে।
এই AC খুব হালকা ওজনের:
এই পোর্টেবল AC খুব হালকা ওজনের হয়। যার কারণে আপনি সহজেই এটিকে যে কোনো জায়গায় বহন করতে পারবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই এয়ার কন্ডিশনারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটি চলার সময়ে খুব একটা শব্দ করে না। অর্থাৎ ঠান্ডা বাতাসের মাঝে আপনি কোনো শব্দ ছাড়াই শান্তিতে ঘুমোতে পারবেন। এছাড়াও, এই এসির হাইড্রো চিল টেকনোলজি, ইভাপোরেটিভ এয়ার কুলিং ফিল্টারের মাধ্যমে গরম বাতাস টেনে নেয় এবং তাৎক্ষণিকভাবে তা ঠান্ডা এবং শুদ্ধ বাতাসে রূপান্তরিত করে।
বিদ্যুৎ বিলও কমে আসবে:
LUCHILA Go Arctic Air Conditioner-টিতে মাল্টি ডাইরেকশনাল এয়ার ভেন্ট রয়েছে। যার মানে হল আপনি এটির সাহায্যে যেদিকে খুশি সেদিকেই ঠান্ডা বাতাস নিতে পারেন। পাশাপাশি, ছোট আকারের কারণে, আপনি এটি অফিস, বসার ঘর, রান্নাঘর বা বেডরুম যে কোনো জায়গাতেই খুব সহজে রাখতে পারবেন। সর্বোপরি, এই মিনি AC, দামি এয়ার কন্ডিশনারগুলির থেকে অনেক কম বিদ্যুৎ খরচ করে।