বাংলাহান্ট ডেস্ক : রবিবার ছুটির দিনেই ভয়াবহ দুর্ঘটনার (Accident) সাক্ষী থাকলো হলদিয়া মেচেদার ১১৬ নম্বর জাতীয় সড়ক। দিঘা (Digha) থেকে কলকাতা (Kolkata) যাওয়ার পথে একটি সরকারি বাসের সঙ্গে তেলের ট্যাঙ্কারের ধাক্কা লাগে। হাড়হিম করা এই দুর্ঘটনার জেরে ২৭ জন গুরুতর আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ওই সরকারি বাসটি দিঘা থেকে কলকাতার উদ্দেশ্যে আসছিল। হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে রামতরকের কাছে সিগন্যালের জন্য সরকারি বাসটিকে থেমে যেতে হয়। এরপর হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলের ট্যাঙ্কার সরকারি বাসে সজোরে ধাক্কা মারে। আর তাতেই ঘটে যায় বড়সড় বিপত্তি।
সূত্রের খবর, মারাত্মক ভাবে জখম ব্যক্তিদেরকে নিয়ে তড়িঘড়ি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। বর্তমানে তারা তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। বলা বাহুল্য, দুর্ঘটনা ঘটার জেরেই ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে হাজির হন তমলুক ও কোলাঘাট থানার পুলিশকর্মীরা।
ক্রেনের সাহায্যে ঘাতক ট্যাংকারটি সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়। শেষ খবর অনুযায়ী, দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে জাতীয় সড়কের উপর বারবার দুর্ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় এক বাসিন্দা বলেন, “এখানে রাস্তাটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। গাড়ি চলাচল ঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয় না। মানুষ গাড়ির চাকায় পড়ে যাচ্ছে। তিনচার দিন আগেই একটা পথ দুর্ঘটনা ঘটেছে।”