এবি ডিভিলিয়ার্সের মতে বিরাট কোহলি ফেডেরারের মতো, নাদালের মতো স্টিভ স্মিথ।

বর্তমান ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথের মধ্যে সেরা ব্যাটসম্যান কে? এবার সাউথ আফ্রিকান কিংবদন্তি এবি ডিবিলিয়ার্স ক্রিকেটের এই দুই তারকাকে টেনিস দুনিয়ার দুই তারকার সাথে তুলনা করলেন।

এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বিশ্ব টেনিসকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে দুই টেনিস তারকা রাফায়েল নাদাল এবং রজার ফেডেরারের মধ্যে লড়াই। সেই কারণে এই দুই টেনিশ মহাতারকার সঙ্গে ক্রিকেটের দুই মহাতারকা বিরাট কোহলি এবং স্টিভ স্মিথ এর মিল খুজে পেলেন প্রোটিয়া সুপারস্টার এবি ডিভিলিয়ার্স।

IMG 20200514 100750

এইদিন এবি ডিভিলিয়ার্স ইনস্টাগ্রাম লাইভ চ্যাট করছিলেন জিম্বাবুয়ের প্রাপ্তন পেশার পমি বাংওয়ারের সাথে। সেই সময় ডিভিলিয়ার্সকে প্রশ্ন করা হয় বিরাট কোহলি এবং স্টিভ স্মিথের মধ্যে সেরা কে? এই বিষয়ে বলতে গিয়ে এবিডি জানিয়েছেন দুজনের মধ্যে কে সেরা এটা বলা সত্যিই খুব কঠিন। টেনিস তারকাদের সাথে তুলনা করে এবি ডিভিলিয়ার্স বলেছেন বিরাট কোহলি হচ্ছে রাফায়েল নাদালের মত। বিরাট কোহলির ব্যাটিং অনেকটা ন্যাচারাল ব্যাটিং, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা রাখে বিরাট। অপরদিকে টেনিস তারকা রজার ফেডেরারের সাথে স্মিথের তুলনা করেছেন। তিনি জানিয়েছেন মানসিকভাবে স্মিথ খুবই শক্তিশালী, যে কোন প্রকারে রান করার চেষ্টা করেন। কিন্তু স্মিথকে দেখে কখনোই ন্যাচারাল মনে হয় না।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর