সদ্য সমাপ্ত হয়েছে ভারতের অস্ট্রেলিয়া সিরিজ। এরপরেই আগামী শুক্রবার থেকে নিউজিল্যান্ড সফর শুরু হয়ে যাচ্ছে ভারতীয় দলের। এই নিউজিল্যান্ডের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ভারতীয় দলকে। আর তাই মনে করা হচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতোই নিউজিল্যান্ড সফরও কঠিন এবং গুরুত্বপূর্ণ। এই কারণে ভারতীয় দলের জন্য সতর্কবার্তা দিলেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তি শচীন তেন্ডুলকার।
এইদিন শচীন টেন্ডুলকার বলেন নিউজিল্যান্ড এই মুহূর্তে অন্যতম শক্তিশালী দল, তাই ভারতকে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে তিনি ফর্মে থাকা রোহিত শর্মা কে সাবধান করলেন। মাষ্টার ব্লাস্টার বলতে চাইলেন যে কোন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে রোহিত কে তবেই তিনি একজন বড় ক্রিকেটার হতে পারবেন বলে মনে করেন শচীন।
এইদিন একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শচীন টেন্ডুলকার বলেন ভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ায় একজন বড় ক্রিকেটার এর পরিচয়। সেই সাথে শচীন বলেন এর আগেও নিউজিল্যান্ডে গিয়ে বেশ কয়েকবার একদিনের ক্রিকেটে ওপেন করেছেন রোহিত তাই সেখানকার পরিবেশ সম্বন্ধে ধারণা রয়েছে তার। সেজন্যই এই সিরিজে রোহিতের খুব একটা অসুবিধা হবে না বলে মনে করেন কিংবদন্তি শচীন, তবে এটা পুরোপুরি ভাবে নির্ভর করছে নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্টের উপর, কারণ তারা কিরকম ভাবে পিচ তৈরি করবেন সেটা তারাই জানেন। যদি পুরোপুরি সবুজ পিচ তৈরি করা হয় সেক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা দেখা দিতে পারে এমনটাই মনে করেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তবে তিনি এটাও জানিয়ে দেন যে নিউজিল্যান্ডের খেলার অভিজ্ঞতা থেকে এই সিরিজে সফল হবেন রোহিত শর্মা।