২০২৩ এ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ! রাশিয়া নয়, দায়ী থাকবে এই দেশ! চমকে দেবে নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণী

বাংলা হবার ডেস্ক: ইতিমধ্যেই প্রায় শেষের পথে চলতি বছর। ডিসেম্বর পেরোলেই আমরা পদার্পণ করব ২০২৩-এ! এমতাবস্থায়, প্রতি বছর শুরু হওয়ার আগে সেই বছর সম্পর্কিত ভবিষ্যদ্বাণীগুলি উঠে আসে খবরের শিরোনামে। মূলত, বিখ্যাত ফরাসি ভবিষ্যদ্বক্তা নস্ট্রাদামুস (Nostradamus) এবং বুলগেরিয়ার ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা (Baba Venga) কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। যেগুলির অধিকাংশই সত্য হিসেবে বিবেচিত হয়। এমতাবস্থায়, নস্ট্রাদামুস এবং বাবা ভাঙ্গা আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের প্রসঙ্গেও কিছু ভবিষ্যদ্বাণী করেছেন। যার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কেও একটি ভবিষ্যদ্বাণী রয়েছে।

২০২৩ সালে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে: প্রথমেই জানিয়ে রাখি যে, ফরাসি ভবিষ্যদ্বক্তা নস্ট্রাদামুস ১৫৬৬ খ্রিস্টাব্দে মারা যান। যদিও, তিনি আগামী বহু শতাব্দী ধরে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। এর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যদ্বাণী থেকে শুরু করে বিশ্বের আয়ু কবে শেষ হবে সেই সমস্ত প্রসঙ্গে বলা হয়েছে। এমতাবস্থায়, নস্ট্রাদামুসের মতে, ২০২৩ সালে একটি বড় যুদ্ধ হতে পারে। যা একটানা ৭ মাস ধরে চলবে। পাশাপাশি, ওই যুদ্ধের ফলে বিপুল সংখ্যক মানুষ নিহত হবে বলেও জানানো হয়েছে।

এদিকে, নস্ট্রাদামুসের এই ভবিষ্যদ্বাণীকে অনেকে আবার রাশিয়া-ইউক্রেন এবং চিন-তাইওয়ানের সংঘাতের সঙ্গেও যুক্ত করেছেন। মূলত, রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেওয়ার সম্ভাবনার চেয়ে আমেরিকা চিনের হাত থেকে তাইওয়ানকে বাঁচাতে এগিয়ে এলে বড় যুদ্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে। এমতাবস্থায় তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা রাশিয়া নয়, বরং চিনের কারণেই হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বাবা ভাঙ্গাও ২০২৩ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং জৈবিক অস্ত্র ব্যবহারের ভবিষ্যদ্বাণী করেছিলেন।

মঙ্গলে পৌঁছবে মানুষ: এদিকে, নস্ট্রাদামুস ২০২৩ সালে তৃতীয় বিশ্বযুদ্ধের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর মতে, আগামী বছরে মানুষ লাল গ্রহ অর্থাৎ মঙ্গল গ্রহে পৌঁছনোর ক্ষেত্রে সাফল্য পেতে পারে।

1393556 nostredamas 1

উল্লেখ্য যে, নস্ট্রাদামুস হিটলারের উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পাশাপাশি করোনা মহামারী সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন। এমতাবস্থায়, বাবা ভাঙ্গা এবং নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণীগুলি বৈদিক জ্যোতিষশাস্ত্রের সাথে সম্পর্কিত না হলেও তাঁদের ভবিষ্যদ্বাণীগুলি প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর