অভিনয় করেছিলেন ১০০ টিরও বেশী ছবিতে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক: গত দু বছর ধরে যে মৃত‍্যুমিছিল শুরু হয়েছে বিনোদন দুনিয়ায় তা এখনো থামার নাম নেই। ১৫ জুলাই, শুক্রবার ফের দুঃসংবাদ এল সিনেমা পাড়া থেকে। প্রয়াত জনপ্রিয় অভিনেতা তথা পরিচালক প্রতাপ পোথেন (Pratap Pothen)। চেন্নাইতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭০ বছর।

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা এবং ফিল্ম নির্মাতা প্রতাপ পোথেন। তামিল এবং মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর ব‍্যাপক খ‍্যাতি ছিল। প্রবীণ  অভিনেতার স্ত্রী অমলা পোথেন সংবাদ মাধ‍্যমকে জানান, ঘুমের মধ‍্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত‍্যু হয়েছে প্রতাপের।

Pratap pothen
১৯৭৮ সালে মালয়ালম ছবি ‘আরভম’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন প্রতাপ পোথেন। কিংবদন্তি পরিচালক কে বালাচন্দ্রর সঙ্গেও কাজ করেছেন তিনি। নিজে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা কমল হাসানের সঙ্গে। পরবর্তীকালে পরিচালনা করেছেন তাঁকে।

সুদীর্ঘ কেরিয়ারে তামিল এবং মালয়ালম ছবিতে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন প্রতাপ। ১০০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। সব ধরণের চরিত্রে মানিয়ে যেত তাঁকে। বেশ কিছু নেতিবাচক চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি। এমন একজন অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণী ইন্ডাস্ট্রি।

জনপ্রিয় দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারণ প্রয়াত অভিনেতার একটি ছবি শেয়ার করে শোকপ্রকাশ করেছেন। অভিনেত্রী তথা বিজেপি নেত্রী খুশবু সুন্দরও শোকজ্ঞাপন করেছেন। তিনি লিখেছেন, ‘খুব দুঃখজনক, হৃদয়বিদারক। একজন ভাল বন্ধু, দারুন মানুষ, অনবদ‍্য অভিনেতা আর সবথেকে মজার মানুষ প্রতাপ পোথেনকে হারালাম। ওঁর সঙ্গে কয়েকটি ছবিতে অভিনয় করার সুযোগ হয়েছিল। আশা করি তুমি শান্তি খুঁজে পেয়েছো। তোমাকে খুব মিস করব।’


Niranjana Nag

সম্পর্কিত খবর