শোকের ছায়া বলিউডে, দীর্ঘ রোগভোগের পর প্রয়াত অভিনেতা সতীশ শাহ

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে মৃত্যু মিছিল। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ (Satish Shah)। অগুন্তি ছবি এবং ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তবে ‘সারাভাই ভার্সেস সারাভাই’ তাঁকে আলাদাই জনপ্রিয়তা এনে দিয়েছিল। দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন অভিনেতা। তাও বয়স হয়েছিল ৭৪ বছর। এই অপূরণীয় ক্ষতিতে শোকের ছায়া নেমেছে টিনসেল টাউনে।

অনুরাগীদের কাঁদিয়ে প্রয়াত সতীশ শাহ (Satish Shah)

জানা গিয়েছে, কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে সতীশের (Satish Shah)। দীর্ঘ ৪০ বছরের বন্ধুর মৃত্যুর খবর প্রকাশ করেন খ্যাতনামা অভিনেতা জনি লিভার। পরিচালক অশোক পণ্ডিত দুঃসংবাদ ভাগ করে নিয়ে লেখেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের দীর্ঘদিনের বন্ধু সতীশ প্রয়াত হয়েছেন। কিডনি বিকল হয়ে ঘন্টাখানেক আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আমাদের ইন্ডাস্ট্রির জন্য এটা অত্যন্ত বেদনাদায়ক খবর’।

Actor Satish Shah passed away today

কী হয়েছিল অভিনেতার: জানা যাচ্ছে, অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন সতীশ (Satish Shah)। তাঁর অস্ত্রোপচারও হয়েছিল কিছুদিন আগে। জানা গিয়েছে, শনিবার দুপুর আড়াইটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সতীশ (Satish Shah)। জানা যাচ্ছে, তাও দেহ আপাতত হাসপাতালেই রাখা হবে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড ইন্ডাস্ট্রি।

আরও পড়ুন : ফের শাসক! সরকারি হাসপাতালে মহিলা স্বাস্থ্যকর্মীকে শাসানির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল জেলা সভাপতি

দীর্ঘ অভিনয় কেরিয়ার সতীশের: প্রসঙ্গত, দীর্ঘ চল্লিশ বছরের অভিনয় কেরিয়ার সতীশ শাহের (Satish Shah)। বহু ছবি এবং সিরিয়ালে কাজ করেছেন তিনি। সতীশ প্রথম পরিচিতি পেয়েছিলেন ‘জানে ভি দো ইয়ারো’ ছবির হাত ধরে। সারাভাই ভার্সেস সারাভাই সিরিয়ালে তাঁর চরিত্রটি আজও মনে রেখে দিয়েছেন দর্শকরা।

আরও পড়ুন : ‘প্রয়োজনে অধীর চৌধুরীর সঙ্গে…’, বেসুরে বাজছেন হুমায়ুন, দল ছাড়ার ইঙ্গিত ভরতপুর বিধায়কের?

ম্যায়নে পেয়ার কিয়া, কহো না পেয়ার হ্যায়, ম্যায় হু না, হাম আপকে হ্যায় কউন এর মতো বহু ছবিতে অভিনয় করেছেন সতীশ। ইন্ডাস্ট্রির অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি। রবিবার সম্পন্ন হবে অভিনেতার শেষকৃত্য।