হল না শেষরক্ষা, ‘বরিশালের বর’ শঙ্কর চক্রবর্তীকে একা করে দিয়ে চিরতরে বিদায় নিলেন স্ত্রী সোনালি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অসুস্থ ছিলেন অনেকদিনই। শেষরক্ষা হল না আর। প্রয়াত হলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তীর (Shankar Chakraborty) স্ত্রী সোনালি চক্রবর্তী (Sonali Chakraborty)। সোমবার ভোর চারটে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। প্রবীণ অভিনেত্রীর প্রয়াণে শোকাচ্ছন্ন টেলিপাড়া।

বেশ অনেকদিন ধরেই শারীরিক সমস‍্যায় ভুগছিলেন সোনালি চক্রবর্তী। ভর্তি করতে হয়েছিল হাসপাতালে। কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফেরা হল না তাঁর। সোশ‍্যাল মিডিয়ায় প্রয়াত স্ত্রীর হাসিমুখের একটি ছবি শেয়ার করে দুঃসংবাদ দিয়েছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। লিখেছেন, ‘ভরা থাক স্মৃতি সুধায়’। শোকজ্ঞাপন করেছেন জয়জিৎ বন্দ‍্যোপাধ‍্যায়, সুদীপ্তা চক্রবর্তীরা।


দীর্ঘ অসুস্থতার জন‍্য একাধিক বার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সোনালি চক্রবর্তীকে। ছিলেন ভেন্টিলেশনেও। সুস্থ হয়ে যাওয়ায় স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে এসেছিলেন শঙ্কর চক্রবর্তী। কিন্তু গত অগাস্ট মাসে আবারো অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তাঁর পেটে ফ্লুইড জমেছিল। লিভারের সমস‍্যা ছিল অভিনেত্রীর। সংবাদ মাধ‍্যমকে শঙ্কর চক্রবর্তী জানিয়েছিলেন, লিভার প্রতিস্থাপন করতে হতে পারে।

তিনি এও জানিয়েছিলেন, চিকিৎসকরা বলেছেন, কিছুদিন বিশ্রাম নিলে নাকি আবারো শুটিং ফ্লোরে ফিরতে পারবেন সোনালি চক্রবর্তী। স্টার জলসার ‘গাঁটছড়া’ সিরিয়ালে অভিনয় করছিলেন সোনালি চক্রবর্তী। খড়ি ওরফে সোলাঙ্কি চক্রবর্তীর জেঠিমা রূপে দেখা যাচ্ছিল তাঁকে। সেটাই শেষ কাজ হয়ে রইল তাঁর।

অনেকদিন পর অভিনয়ে ফিরেছিলেন সোনালি। অভিনয় জীবন তাঁর অনেক দিনের। বড়পর্দায় কাজ করেছেন দীর্ঘদিন। বিশেষ করে খলনায়িকার চরিত্রে বিশেষ ভাবে জনপ্রিয় ছিলেন সোনালি। হারজিত, বন্ধনের মতো ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন সোনালি।

সম্পর্কিত খবর

X