‘বদল চাই,’ এবার মমতাকে খোলা চিঠি অপর্ণাদের, কি লেখা তাতে?

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুদিন ধরেই রাজ্যের পরিস্থিতি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিনেত্রী-পরিচালিকা অপর্ণা সেন (Aparna Sen)। তাই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতেই নাগরিক চেতনা মঞ্চের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন তিনি। মঞ্চের তরফ থেকে এদিন সাংবাদিক বৈঠক করে একজন সমাজ সচেতন নাগরিক হিসেবে অভিনেত্রী জানিয়েছেন স্কুলের পরিসর থেকে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে।

‘নারী নিরাপত্তা’ নিয়ে মমতাকে (Mamata Banerjee) খোলা চিঠি অপর্ণাদের

মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) লেখা ওই চিঠিতে নারী নিরাপত্তার জন্য একাধিক সুপারিশ করেছেন অপর্ণা। কোনো রাখঢাক না রেখেই এদিন তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘নারীরা বাংলায় নিরাপদ বলে দাবি করা হলেও এই ধারণা এবং বাস্তবের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।’ বৃহস্পতিবার বিকেলে নাগরিক চেতনা মঞ্চের সদস্যরা মিলে একটি সাংবাদিক বৈঠক ডেকেছিলেন।

মঞ্চের তরফে অপর্ণা সেন সকলের সামনে একটি খোলা চিঠি তুলে ধরেন। অভিনেত্রীর কথায়, ‘যে সরকারই আসুক না কেন, তিনি যে দলেরই হোক না কেন, তাদের বলতে হবে যে এভাবে চলবে না। নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে পরিকাঠামগত পদ্ধতিগত দীর্ঘমেয়াদি কিছু বদল আমাদের চাই।’

মঞ্চের তরফ থেকে এই খোলা চিঠি মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এবং নবান্নের পাশাপাশি পাঠানো হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরকেও। অভিনেত্রী জানিয়েছেন সমাজের সচেতন নাগরিক,অভিনেতা, পরিচালক, শিল্পী, সমাজকর্মী, আইনজীবী, চিকিৎসকরা মিলে ওই চিঠি লিখেছেন। আগামী দিনে পশ্চিমবঙ্গ যে সত্যিই  দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ রাজ্য হয়ে উঠবে এ ব্যাপারে তিনি আশাবাদী বলেই জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: ‘কাজ বন্ধ করুন’! রাজ্যের ওপর ‘ক্ষুব্ধ’! এবার কড়া নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

নাগরিক চেতনা মঞ্চের তরফে এ দিন শিক্ষা-স্বাস্থ্য-পুলিশ প্রশাসন-পরিবহন সব দপ্তরকেই  চিঠি পাঠানো হয়েছে। একই সাথে মঞ্চের তরফে খুব স্পষ্ট  করে বোঝানো হয়েছে তারা কারও পদত্যাগ চাইছেন না, শুধু প্রশাসন যেন নাগরিকদের দাবিগুলো মেনে নেয়। যদি নাগরিকদের দাবিগুলো মেনে নেয় তাহলেই এই রাজ্য নারীদের জন্য মঙ্গলজনক হবে।

Mamata Banerjee

এছাড়াও এদিন সংগঠনের তরফে অপর্ণা সেন জানিয়েছেন পুলিশ যেখানে কাজ করে সেখানেও অনেক মেয়েরা রয়েছেন। তাদের কাজের ক্ষেত্রে যাতে কোন অসুবিধা নয় তার জন্য ভালো পরিবেশ থাকা দরকার। যে কোন প্রয়োজনে মেয়েরা যাতে সব জায়গাতেই নিরাপদে যেতে পারে তার জন্য পরিবহন বিভাগকেও কিছু সংশোধন ঘটানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া স্কুলের লিঙ্গ সচেতনতা তৈরি করার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তিনি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর