আমিষে অরুচি! এবার কী কৃষ্ণের টানেই বিদায় জানাবেন অভিনয়কে? মুখ খুললেন ‘ফুলকি’ দিব্যানি

বাংলাহান্ট ডেস্ক : দিব্যাণী মন্ডল বাংলা সিরিয়ালের পরিচিত একটি মুখ। জি বাংলার একটি মেগা সিরিয়ালে এখন অভিনয় করছেন তিনি। ফুলকি চরিত্রে অভিনয় করে কয়েক মাসের মধ্যেই দর্শকদের কাছে জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। এই ধারাবাহিক দেখা যায় ফুলকি নামের চরিত্রটি একজন খেলোয়াড়ের।

সে বক্সার হওয়ার লক্ষ্যে অবিচল। ক্যারাটে গুরু দেবাশিস মণ্ডলের কন্যা দিব্যাণী বাস্তব জীবনেও খেলাধুলায় বেশ পারদর্শী। ক্যারাটেতে ব্ল্যাকবেল্ট তিনি। তাই চরিত্রের খাতিরে অত্যন্ত সাবলীল ভাবে অভিনয় করতে পারেন মারপিটের দৃশ্যে। তবে অনেকেই হয়ত জানেন না এসবের বাইরেও অন্য একটি জগত রয়েছে দিব্যাণীর।

আরোও পড়ুন : ফের সার্জিক্যাল স্ট্রাইক! পাকিস্তানে ঢুকে জঙ্গি নেতাকে নিকেশ করল সেনা, চরম উত্তেজনা দুই দেশে

 জি বাংলার ‘দাদাগিরি’ অনুষ্ঠানে খেলতে এসে সেই জগত সম্পর্কে কিছুটা আভাস দিয়েছিলেন তিনি। অভিনেত্রী জানান, ১৫ বছর বয়স থেকে তিনি স্পর্শ করেন না মাছ-মাংস। কৃষ্ণভক্ত দিব্যাণী নিরামিষ খাবার গ্রহণ করেন। ছোটবেলা থেকেই অভিনেত্রী বেস্ট ফ্রেন্ড কৃষ্ণ। পাঁচটি  গোপাল এবং একজন রাধা অধিষ্ঠিত তাঁর বাড়িতে।

আরোও পড়ুন : বন্ধ হবে না মানি ট্রান্সফার! এই কাজটি করলেই চালু থাকবে পেটিএম ইউপিআই, NPCI-কে নির্দেশ RBI’র

বাড়ি থেকে কলকাতা আসার সময় তিনি সাথে করে এনেছেন কৃষ্ণ ও রাধার কাঠের মূর্তি। সেই মুহূর্তেই সব সময় অভিনেত্রীর কাছেই থাকে বলে জানিয়েছেন।এই অভিনেত্রী যে কত বড় কৃষ্ণভক্ত তা তাঁর কথাতেই স্পষ্ট। বলিউডে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে ধর্মীয় কারণে অনেকে অভিনয় জগত ত্যাগ করেছেন। দিব্যাণীর মনের ইচ্ছাও কি সেরকম? 

fulki

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে অভিনেত্রী এই বিষয়ে বলেছেন, ‘আমার কৃষ্ণ একদিকে, অভিনয় অন্যদিকে। ধর্ম আমার জীবনের স্পিরিচুয়াল দিক। অভিনয়কে আমি ভালবাসি। ওটা আমার প্যাশন। আমি কৃষ্ণের ভক্ত বলেই হয়ত অভিনয়কে সঙ্গে নিয়ে এগোতে পারব। কৃষ্ণের নাম জপ করলে মেডিটেট করা যায়। কাজে মনযোগ বাড়ে’।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর